Tomare Peyechhi Bole Songtext
von Shyamal Mitra
Tomare Peyechhi Bole Songtext
তোমারে পেয়েছি বলে সাথী ভুবনে
কত মধুর হয়েছে তাই ব্যথা জীবনে
তোমারে পেয়েছি বলে সাথী ভুবনে
কত যে তুমি আমার জানি না সে কথা আর
কত যে তুমি আমার
শুধু দিয়েছি সবই তোমায়
রেখো স্মরণে
তোমারে পেয়েছি বলে সাথী ভুবনে
কত মধুর হয়েছে তাই ব্যথা জীবনে
তুমি কি জানো না ওগো তোমারই তরে
এ জীবন হাসি, গানে, আলো, আশায় ভরে
তুমি কি জানো না ওগো তোমারই তরে
এ জীবন হাসি, গানে, আলো, আশায় ভরে
তুমি যে সুরে সুরে রয়েছো হৃদয় জুড়ে
তুমি যে সুরে সুরে...
চিরদিনের সাথী মোরা রবো দু′জনে
তোমারে পেয়েছি বলে সাথী ভুবনে
কত মধুর হয়েছে তাই ব্যথা জীবনে
কত মধুর হয়েছে তাই ব্যথা জীবনে
তোমারে পেয়েছি বলে সাথী ভুবনে
কত যে তুমি আমার জানি না সে কথা আর
কত যে তুমি আমার
শুধু দিয়েছি সবই তোমায়
রেখো স্মরণে
তোমারে পেয়েছি বলে সাথী ভুবনে
কত মধুর হয়েছে তাই ব্যথা জীবনে
তুমি কি জানো না ওগো তোমারই তরে
এ জীবন হাসি, গানে, আলো, আশায় ভরে
তুমি কি জানো না ওগো তোমারই তরে
এ জীবন হাসি, গানে, আলো, আশায় ভরে
তুমি যে সুরে সুরে রয়েছো হৃদয় জুড়ে
তুমি যে সুরে সুরে...
চিরদিনের সাথী মোরা রবো দু′জনে
তোমারে পেয়েছি বলে সাথী ভুবনে
কত মধুর হয়েছে তাই ব্যথা জীবনে
Writer(s): Sudhin Dasgupta Lyrics powered by www.musixmatch.com