Teenti Montra Nie Songtext
von Shyamal Mitra
Teenti Montra Nie Songtext
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম-শিবম-সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম-শিবম-সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম
(এক আনন্দ আশ্রম)
সেই মানুষই আসল মানুষ
যার জীবন পরের তরে
রাজার মুকুট ছেড়ে হাসিমুখে
সে তো কাঁটার মুকুট পরে
সেই মানুষই আসল মানুষ
যার জীবন পরের তরে
রাজার মুকুট ছেড়ে হাসিমুখে
সে তো কাঁটার মুকুট পরে
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম-শিবম-সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম
এক আনন্দ আশ্রম
ধূপ চিরদিনই গন্ধ বিলায়
সে তো নীরবে জ্বলে মরে
পরের সেবায় সে হাসিমুখে
নিজেকে যে ক্ষয় করে
ধূপ চিরদিনই গন্ধ বিলায়
সে তো নীরবে জ্বলে মরে
পরের সেবায় সে হাসিমুখে
নিজেকে যে ক্ষয় করে
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম-শিবম-সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম
এক আনন্দ আশ্রম
এক আনন্দ আশ্রম
এক আনন্দ আশ্রম
সত্যম-শিবম-সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম-শিবম-সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম
(এক আনন্দ আশ্রম)
সেই মানুষই আসল মানুষ
যার জীবন পরের তরে
রাজার মুকুট ছেড়ে হাসিমুখে
সে তো কাঁটার মুকুট পরে
সেই মানুষই আসল মানুষ
যার জীবন পরের তরে
রাজার মুকুট ছেড়ে হাসিমুখে
সে তো কাঁটার মুকুট পরে
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম-শিবম-সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম
এক আনন্দ আশ্রম
ধূপ চিরদিনই গন্ধ বিলায়
সে তো নীরবে জ্বলে মরে
পরের সেবায় সে হাসিমুখে
নিজেকে যে ক্ষয় করে
ধূপ চিরদিনই গন্ধ বিলায়
সে তো নীরবে জ্বলে মরে
পরের সেবায় সে হাসিমুখে
নিজেকে যে ক্ষয় করে
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম-শিবম-সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম
এক আনন্দ আশ্রম
এক আনন্দ আশ্রম
এক আনন্দ আশ্রম
Writer(s): Shyamal Mitra, Gouri Prasanna Majumdar Lyrics powered by www.musixmatch.com