Dharo Kono Ek Swet Patharer Prasade Songtext
von Shyamal Mitra
Dharo Kono Ek Swet Patharer Prasade Songtext
ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে
আমার এই গানের পাখি
সোনার খাঁচায় বন্দী যদি হয়
সে পাখি শোনাবে যে গান
সে গান নয় গো প্রাণের নয়
নয়, নয়, নয়
ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে
সে পাখি ভুলবে না তো সোনাদানায়
তাকে শাসন করে পোষ মানায়
সে পাখি ভুলবে না তো সোনাদানায়
তাকে শাসন করে পোষ মানায়
সে কি আর বন্ধ হয়ে মনের কথা কয়
নয়, নয়, নয়
ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে
সবাই ভাবে এ যেন এক গানের পাখি
কেমনে তাদের আমি বোঝাই বলো
আসলে এ যে আমার প্রাণের পাখি
সবাই ভাবে এ যেন এক গানের পাখি
কেমনে তাদের আমি বোঝাই বলো
আসলে এ যে আমার প্রাণের পাখি
এ পাখির বুকটা ভরা ভালোবাসায়
এ যে কেঁদে কাঁদায়, হেসে হাসায়
এ পাখির বুকটা ভরা ভালোবাসায়
এ যে কেঁদে কাঁদায়, হেসে হাসায়
আকাশের ঝড় বাদলে
নেই কোন তার ভয়
নয়, নয়, নয়
ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে
আমার এই গানের পাখি
সোনার খাঁচায় বন্দী যদি হয়
সে পাখি শোনাবে যে গান
সে গান নয় গো প্রানের নয়
নয়, নয়, নয়
ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে
আমার এই গানের পাখি
সোনার খাঁচায় বন্দী যদি হয়
সে পাখি শোনাবে যে গান
সে গান নয় গো প্রাণের নয়
নয়, নয়, নয়
ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে
সে পাখি ভুলবে না তো সোনাদানায়
তাকে শাসন করে পোষ মানায়
সে পাখি ভুলবে না তো সোনাদানায়
তাকে শাসন করে পোষ মানায়
সে কি আর বন্ধ হয়ে মনের কথা কয়
নয়, নয়, নয়
ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে
সবাই ভাবে এ যেন এক গানের পাখি
কেমনে তাদের আমি বোঝাই বলো
আসলে এ যে আমার প্রাণের পাখি
সবাই ভাবে এ যেন এক গানের পাখি
কেমনে তাদের আমি বোঝাই বলো
আসলে এ যে আমার প্রাণের পাখি
এ পাখির বুকটা ভরা ভালোবাসায়
এ যে কেঁদে কাঁদায়, হেসে হাসায়
এ পাখির বুকটা ভরা ভালোবাসায়
এ যে কেঁদে কাঁদায়, হেসে হাসায়
আকাশের ঝড় বাদলে
নেই কোন তার ভয়
নয়, নয়, নয়
ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে
আমার এই গানের পাখি
সোনার খাঁচায় বন্দী যদি হয়
সে পাখি শোনাবে যে গান
সে গান নয় গো প্রানের নয়
নয়, নয়, নয়
ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে
Writer(s): Gouri Prasanna Majumdar, Shyamal Mitra Lyrics powered by www.musixmatch.com