Songtexte.com Drucklogo

Amar Mon Ekhane Rakhal Raja Songtext
von Shyamal Mitra

Amar Mon Ekhane Rakhal Raja Songtext

আমার মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে
এই মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে

তারই সুরে পূব আকাশে চন্দ্র সূর্য ওঠে
ওরে আমায় কে আর পায়

এই মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে

এখানে সবুজ ধানের মাঠ
চিরদিনের চেনা খেয়া ঘাট

এখানে সবুজ ধানের মাঠ
চিরদিনের চেনা খেয়া ঘাট

মৌমাছি আর পাখির সুরে ফুলগুলো সব ফোটে

ওরে আমায় কে আর পায়
এই মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে


এখানে নেই তো গরল সরল মনে, সবাই সহজ ভাই
আনন্দের ছন্দে বাঁধা সারা জীবনটাই
স্বপ্ন খুঁজে পাই

এখানে নেই তো গরল সরল মনে, সবাই সহজ ভাই
আনন্দের ছন্দে বাঁধা সারা জীবনটাই
স্বপ্ন খুঁজে পাই

এখানে নকল কিছুই নয়
হৃদয় দিয়ে হৃদয় পেতে হয়

এখানে নকল কিছুই নয়
হৃদয় দিয়ে হৃদয় পেতে হয়

মিথ্যে-মেকি ফাঁকি হেথায় পায় না যে ঠাঁই মনে
ওরে আমায় কে আর পায়

এই মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে

তারই সুরে পূব আকাশে চন্দ্র-সূর্য ওঠে
ওরে আমায় কে আর পায়

এই মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে
মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Amar Mon Ekhane Rakhal Raja« gefällt bisher niemandem.