Ajana Sur Ke Diye Jay Songtext
von Rezwana Chowdhury Bannya
Ajana Sur Ke Diye Jay Songtext
অজানা সুর কে দিয়ে যায়
কানে কানে
ভাবনা আমার যায় ভেসে যায়
গানে গানে
অজানা সুর কে দিয়ে যায়
কানে কানে
অজানা সুর
বিস্মৃত জন্মের ছায়ালোকে
হারিয়ে যাওয়া বিরান শোকে
ফাগুন হাওয়া কেঁদে ফেরে পথহারা রাগিণী
কোন বসন্তের মিলন রাতে তারার পানে
ভাবনা আমার যায় ভেসে যায়
গানে গানে
অজানা সুর কে দিয়ে যায়
কানে কানে
ভাবনা আমার যায় ভেসে যায়
গানে গানে
অজানা সুর...
কানে কানে
ভাবনা আমার যায় ভেসে যায়
গানে গানে
অজানা সুর কে দিয়ে যায়
কানে কানে
অজানা সুর
বিস্মৃত জন্মের ছায়ালোকে
হারিয়ে যাওয়া বিরান শোকে
ফাগুন হাওয়া কেঁদে ফেরে পথহারা রাগিণী
কোন বসন্তের মিলন রাতে তারার পানে
ভাবনা আমার যায় ভেসে যায়
গানে গানে
অজানা সুর কে দিয়ে যায়
কানে কানে
ভাবনা আমার যায় ভেসে যায়
গানে গানে
অজানা সুর...
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com