Satabdi Songtext
von Nachiketa Chakraborty
Satabdi Songtext
রাস্তা খুঁজে খুঁজে ফেরে রাস্তা নিজে
রাস্তা নিজেই সিক্ত হয় রোদ জলে ভিজে
রাস্তা খুঁজে খুঁজে ফেরে রাস্তা নিজে
রাস্তা নিজেই সিক্ত হয় রোদ জলে ভিজে
কানাগলির ধূলো থেকে জনপদে
নোনা বাড়ির দেয়াল থেকে রাজ মসনদে
রাস্তা...
রাস্তা নিজেই জানে না শেষ কীসে
রাস্তায় নিজেই আয়নার সামনেতে দাঁড়ায়
রাস্তা নিজেকে খুঁজতে দু′হাত বাড়ায়
রাস্তা নিজেই আয়নার সামনেতে দাঁড়ায়
রাস্তা নিজেকে খুঁজতে দু'হাত বাড়ায়
রাস্তা নিজেকে লুকোয় ধূলোর ছদ্মবেশে
রাস্তা জেহাদ জানায় মেঘের উদ্দেশ্যে
রাস্তা...
রাস্তা নিজেই জানে না শেষ কীসে
রাস্তা নিজেই সিক্ত হয় রোদ জলে ভিজে
রাস্তা খুঁজে খুঁজে ফেরে রাস্তা নিজে
রাস্তা নিজেই সিক্ত হয় রোদ জলে ভিজে
কানাগলির ধূলো থেকে জনপদে
নোনা বাড়ির দেয়াল থেকে রাজ মসনদে
রাস্তা...
রাস্তা নিজেই জানে না শেষ কীসে
রাস্তায় নিজেই আয়নার সামনেতে দাঁড়ায়
রাস্তা নিজেকে খুঁজতে দু′হাত বাড়ায়
রাস্তা নিজেই আয়নার সামনেতে দাঁড়ায়
রাস্তা নিজেকে খুঁজতে দু'হাত বাড়ায়
রাস্তা নিজেকে লুকোয় ধূলোর ছদ্মবেশে
রাস্তা জেহাদ জানায় মেঘের উদ্দেশ্যে
রাস্তা...
রাস্তা নিজেই জানে না শেষ কীসে
Writer(s): Nachiketa Chakraborty Lyrics powered by www.musixmatch.com