Songtexte.com Drucklogo

Anka Banka Sarakta Songtext
von Nachiketa Chakraborty

Anka Banka Sarakta Songtext

আঁকাবাঁকা সড়ক
এ গানটা আমি picturize-ও করেছি, সেটা আমিই direct করেছিলাম
পুরো frame-wise সব ভেবে ভেবে, সুন্দর করে
তো আঁকাবাঁকা সড়ক আমার খুব প্রিয় গান
এ একটা অদ্ভুত spell-এর গান আর কি
যে-যে সময়টায় আমি নিজে খুব disturbed ছিলাম কোনো কারণে
যে সময়টাতে আমি খুব upset থাকতাম
তো-তবু-তখনই নেমে আসে সন্ধ্যা, এ জায়গাটা বারবার করে ফিরে আসছে
মানে, যখনই কিছু একটা ঘটে যাচ্ছে জীবনের
তখনই সন্ধ্যা নেমে আসে পৃথিবীতে আর বুকে, আমি জানি
দুটো জায়গাতেই সন্ধ্যা নামছে, দু′জায়গাতেই অবসাদ এসে গ্রাস করছে
সন্ধ্যা আসছে, পৃথিবীতেও, বুকেও
আমি জানি পৃথিবীতে কাল সকালে আবার সূর্য উঠবে
আমার বুকে হয়তো উঠবে না আর
এই প্রশ্নটা জাগে বারবার করে যা

ভালোবাসা, ভালোবাসা, জীবনটা শুধু নাকি
ভালোবাসার সুরে বাঁধা
ভালোবাসা মানে আমি জানি, জানি মুখোশের
আড়ালেতে মুখ ঢেকে কাঁদা


জীবন আমায় প্রতি দিন রাত শিখিয়েছে
মুখ তুলে মাথা তুলে বাঁচা
অনেক ওড়ার শেষে দেখে মন যখনই
আকাশটা হয়ে গেছে খাঁচা

তখনই নেমে আসে সন্ধ্যা
পৃথিবীতে আর বুকে
তখনই নেমে আসে সন্ধ্যা
পৃথিবীতে আর বুকে
সূর্য উঠবে জানি কাল ভোরে পৃথিবীতে
কিন্তু এ বুকে?

এটায় একটা interrogative sign আছে
'কিন্তু এ বুকে?′ 'বুকে কি আবার সূর্য উঠবে?'

আঁকাবাঁকা সড়কটা চলে গেছে বহুদূর
গ্রাম থেকে সবুজের খোঁজে
গেরুয়া মাটির রঙ আকাশকে ঢেকে দেয়
আকাশটা দুচোখ বোজে (এ হে)

আঁকাবাঁকা সড়কটা চলে গেছে বহুদূর
গ্রাম থেকে সবুজের খোঁজে
গেরুয়া মাটির রঙ আকাশকে ঢেকে দেয়
আকাশটা দুচোখ বোজে


তখনই নেমে আসে সন্ধ্যা
পৃথিবীতে আর বুকে
তখনই নেমে আসে সন্ধ্যা
পৃথিবীতে আর বুকে
সূর্য উঠবে জানি কাল ভোরে পৃথিবীতে
কিন্তু এ বুকে?

আপোষের জন্য এড়াতে এড়াতে আজ
কানাগলিতেই কানামাছি
অনেক চলার শেষে দেখলাম শুরু থেকে
সেখানেই দাঁড়িয়ে আছি

শুকনো পাতার মতো ঝরে ঝরে গেছে সব
সম্পর্কের হাড়মাস
তবুও ডেকেছে পিছু সম্পর্কের স্মৃতি
যখন আমায় বারো মাস

তখনই নেমে আসে সন্ধ্যা
পৃথিবীতে আর বুকে
তখনই নেমে আসে সন্ধ্যা
পৃথিবীতে আর বুকে
সূর্য উঠবে জানি কাল ভোরে পৃথিবীতে
কিন্তু এ বুকে?

ভালোবাসা, ভালোবাসা, জীবনটা শুধু নাকি
ভালোবাসার সুরে বাঁধা
ভালোবাসা মানে আমি জানি, জানি মুখোশের
আড়ালেতে মুখ ঢেকে কাঁদা

জীবন আমায় প্রতি দিন রাত শিখিয়েছে
মুখ তুলে মাথা তুলে বাঁচা
অনেক ওড়ার শেষে দেখে মন যখনই
আকাশটা হয়ে গেছে খাঁচা

তখনই নেমে আসে সন্ধ্যা
পৃথিবীতে আর বুকে
তখনই নেমে আসে সন্ধ্যা
পৃথিবীতে আর বুকে
সূর্য উঠবে জানি কাল ভোরে পৃথিবীতে
কিন্তু এ বুকে?

আঁকাবাঁকা সড়কটা চলে গেছে বহুদূর
গ্রাম থেকে সবুজের খোঁজে
গেরুয়া মাটির রঙ আকাশকে ঢেকে দেয়
আকাশটা দুচোখ বোজে

তখনই নেমে আসে সন্ধ্যা
পৃথিবীতে আর বুকে
তখনই নেমে আসে সন্ধ্যা
পৃথিবীতে আর বুকে
সূর্য উঠবে জানি কাল ভোরে পৃথিবীতে
কিন্তু এ বুকে?

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Anka Banka Sarakta« gefällt bisher niemandem.