Coffee House Songtext
von Nachiketa Chakraborty
Coffee House Songtext
আজ বছর দশ পর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম Coffee House-এ
স্মৃতির নুড়ি পাথর
আজ বছর দশ পর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম Coffee House-এ
স্মৃতির নুড়ি পাথর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
কবিতা আর গান, কড়া infusion
বেঁচে থাকা স্বপ্ননির্ভর
আজ বছর দশ পর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম Coffee House-এ
স্মৃতির নুড়ি পাথর
প্রতিটা সকাল যেন দিনের অন্তরা
সন্ধ্যে নামতো ঠিক সঞ্চারী হয়ে
এখনো তো একই ভাবে দিন যায়, রাত আসে
বেলা শেষের গান গেয়ে
সেই তো চেনা চেনা মুখ, তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়
সেই তো চেনা চেনা মুখ, তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়
বিশল্যকরণীর মতো আজ Coffee House
বাঁচাবে কি মৃত অন্তর
আজ বছর দশ পর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম Coffee House-এ
স্মৃতির নুড়ি পাথর
মুক্তির দশকের অশান্ত ঝড়ো হাওয়া
লিটলম্যাগের কত বিমূর্ত ছবি
বারুদের স্তুপ নিয়ে বানাই শিরস্থান
নেশাতুর জীবনের কবি
সেই তো চেনা চেনা মুখ, তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়
সেই তো চেনা চেনা মুখ, তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়
বিশল্যকরণীর মতো আজ Coffee House
বাঁচাবে কি মৃত অন্তর
আজ বছর দশ পর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম Coffee House-এ
স্মৃতির নুড়ি পাথর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম Coffee House-এ
স্মৃতির নুড়ি পাথর
আজ বছর দশ পর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম Coffee House-এ
স্মৃতির নুড়ি পাথর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
কবিতা আর গান, কড়া infusion
বেঁচে থাকা স্বপ্ননির্ভর
আজ বছর দশ পর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম Coffee House-এ
স্মৃতির নুড়ি পাথর
প্রতিটা সকাল যেন দিনের অন্তরা
সন্ধ্যে নামতো ঠিক সঞ্চারী হয়ে
এখনো তো একই ভাবে দিন যায়, রাত আসে
বেলা শেষের গান গেয়ে
সেই তো চেনা চেনা মুখ, তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়
সেই তো চেনা চেনা মুখ, তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়
বিশল্যকরণীর মতো আজ Coffee House
বাঁচাবে কি মৃত অন্তর
আজ বছর দশ পর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম Coffee House-এ
স্মৃতির নুড়ি পাথর
মুক্তির দশকের অশান্ত ঝড়ো হাওয়া
লিটলম্যাগের কত বিমূর্ত ছবি
বারুদের স্তুপ নিয়ে বানাই শিরস্থান
নেশাতুর জীবনের কবি
সেই তো চেনা চেনা মুখ, তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়
সেই তো চেনা চেনা মুখ, তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়
বিশল্যকরণীর মতো আজ Coffee House
বাঁচাবে কি মৃত অন্তর
আজ বছর দশ পর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম Coffee House-এ
স্মৃতির নুড়ি পাথর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরোনো পাখাগুলো ঘুরতে চায় না আর
Writer(s): Nachiketa Lyrics powered by www.musixmatch.com