Na Jeo Na Madhujamini Songtext
von Manabendra Mukherjee
Na Jeo Na Madhujamini Songtext
না যেও না মধুযামিনী
বহুদিন পরে, বধূ এল ঘরে
কথা রাখ যেও না
না না না
না যেও না মধুযামিনী
রয়েছে ঘুমায়ে, সে যে
আবেশে আমার ই বুকে
রয়েছে ঘুমায়ে, সে যে
আবেশে আমার ই বুকে
চামেলী সুরভী মাখা
জোছনা পড়েছে মুখে
মিনতি তোমারে, জাগিও না তারে
কথা রাখ যেও না
না না না
না যেও না মধুযামিনী
এ জীবনে আছে কতটুকু সুখ?
একবার যদি তা ভাব
সোনার স্বপন, ভেঙে দিয়ে তা
বোল না এবার যাব
দুজনে বেসেছি ভালো
তোমাকে চেয়েছি কত
দুজনে বেসেছি ভালো
তোমাকে চেয়েছি কত
তুমি তো এ পথ চিনে
এসেছ আগের ই মত
থাক অনুরাগে, জড়ায়ে সোহাগে
কথা রাখ যেও না
না না না
না যেও না মধুযামিনী
বহুদিন পরে, বধূ এল ঘরে
কথা রাখ যেও না
না না না
না যেও না মধুযামিনী
বহুদিন পরে, বধূ এল ঘরে
কথা রাখ যেও না
না না না
না যেও না মধুযামিনী
রয়েছে ঘুমায়ে, সে যে
আবেশে আমার ই বুকে
রয়েছে ঘুমায়ে, সে যে
আবেশে আমার ই বুকে
চামেলী সুরভী মাখা
জোছনা পড়েছে মুখে
মিনতি তোমারে, জাগিও না তারে
কথা রাখ যেও না
না না না
না যেও না মধুযামিনী
এ জীবনে আছে কতটুকু সুখ?
একবার যদি তা ভাব
সোনার স্বপন, ভেঙে দিয়ে তা
বোল না এবার যাব
দুজনে বেসেছি ভালো
তোমাকে চেয়েছি কত
দুজনে বেসেছি ভালো
তোমাকে চেয়েছি কত
তুমি তো এ পথ চিনে
এসেছ আগের ই মত
থাক অনুরাগে, জড়ায়ে সোহাগে
কথা রাখ যেও না
না না না
না যেও না মধুযামিনী
বহুদিন পরে, বধূ এল ঘরে
কথা রাখ যেও না
না না না
না যেও না মধুযামিনী
Writer(s): Manabendra Mukherjee Lyrics powered by www.musixmatch.com