Tumi Phiraye Diyecho More Songtext
von Manabendra Mukherjee
Tumi Phiraye Diyecho More Songtext
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
এ জীবনে মোর আর
কেহ নাই, কিছু নাই
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
এ হৃদয়ে আছে শুধু মরূ তৃষা
আঁধারে হারাই আমি পথের দিশা
এ হৃদয়ে আছে শুধু মরূ তৃষা
আঁধারে হারাই আমি পথের দিশা
সে পথ খুঁজিতে আমি নিজেরে হারাই
সে পথ খুঁজিতে আমি নিজেরে হারাই
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
এসেছিল কাছে কোন মধু তিথি
ছিল কতো মায়া, ছিল ওগো প্রীতি
হারায়ে যে গেল তারে খুঁজিনি
শেষ হলো কবে সে তো বুঝিনি
হারায়ে যে গেল তারে খুঁজিনি
শেষ হলো কবে সে তো বুঝিনি
বুঝিতে চাওনি তুমি
কী যে আমি চাই
বুঝিতে চাওনি তুমি
কী যে আমি চাই
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
এ জীবনে মোর আর
কেহ নাই, কিছু নাই
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
ফিরে চলে যাই, চলে যাই
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
এ জীবনে মোর আর
কেহ নাই, কিছু নাই
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
এ হৃদয়ে আছে শুধু মরূ তৃষা
আঁধারে হারাই আমি পথের দিশা
এ হৃদয়ে আছে শুধু মরূ তৃষা
আঁধারে হারাই আমি পথের দিশা
সে পথ খুঁজিতে আমি নিজেরে হারাই
সে পথ খুঁজিতে আমি নিজেরে হারাই
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
এসেছিল কাছে কোন মধু তিথি
ছিল কতো মায়া, ছিল ওগো প্রীতি
হারায়ে যে গেল তারে খুঁজিনি
শেষ হলো কবে সে তো বুঝিনি
হারায়ে যে গেল তারে খুঁজিনি
শেষ হলো কবে সে তো বুঝিনি
বুঝিতে চাওনি তুমি
কী যে আমি চাই
বুঝিতে চাওনি তুমি
কী যে আমি চাই
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
এ জীবনে মোর আর
কেহ নাই, কিছু নাই
তুমি ফিরায়ে দিয়েছো বলে
ফিরে চলে যাই, চলে যাই
Writer(s): Satinath Mukherjee, Pabitra Mitra Lyrics powered by www.musixmatch.com