Bone Noy Mone Mor Songtext
von Manabendra Mukherjee
Bone Noy Mone Mor Songtext
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
বনে নয়
একি তবে রূপময় অপরুপ দিল ডাক
একি তবে রূপময় অপরুপ দিল ডাক
স্বপনের সমারোহে বেলা আজ কেটে যাক
সুর আর সুরভীতে উন্মনা মন যেন
তারই সারা পায়
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
বনে নয়
চম্পা বকুলের ভাঙে ঘুম, ভাঙে ঘুম
চঞ্চল হলো আজ ফাল্গুন
ভাঙে ঘুম
তার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম
হায় তার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম
রঙে রুপে জানি না এ সুন্দর নীল আকাশ
সে কি তবে এ জীবনে মধুরের উপহাস
তার ফুল বাঁশরীতে এই আমি আপনারে
যেন খুঁজে পাই
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
বনে নয়
বনে নয়
বনে নয়
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
বনে নয়
একি তবে রূপময় অপরুপ দিল ডাক
একি তবে রূপময় অপরুপ দিল ডাক
স্বপনের সমারোহে বেলা আজ কেটে যাক
সুর আর সুরভীতে উন্মনা মন যেন
তারই সারা পায়
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
বনে নয়
চম্পা বকুলের ভাঙে ঘুম, ভাঙে ঘুম
চঞ্চল হলো আজ ফাল্গুন
ভাঙে ঘুম
তার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম
হায় তার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম
রঙে রুপে জানি না এ সুন্দর নীল আকাশ
সে কি তবে এ জীবনে মধুরের উপহাস
তার ফুল বাঁশরীতে এই আমি আপনারে
যেন খুঁজে পাই
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
বনে নয়
বনে নয়
বনে নয়
Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Majumdar Lyrics powered by www.musixmatch.com