Bhalo Lagena Tumi Na Ele Songtext
von Manabendra Mukherjee
Bhalo Lagena Tumi Na Ele Songtext
ভালো লাগে না তুমি না এলে
ভালো লাগে না তুমি না এলে
কী যে করি বলো দূরে গেলে
কী যে করি বলো দূরে গেলে
যত ভাবি কাজে ভুলে থাকি
তত মনে পড়ে দু′টি আঁখি
ভালো লাগে না, ভালো লাগে না
ভালো লাগে না তুমি না এলে
তুমি বলো তুমি তো আমারই
সবই বুঝি, বোঝাতে না পারি
তুমি বলো তুমি তো আমারই
সবই বুঝি, বোঝাতে না পারি
মন ভেসে চলে দূরে দূরে
মরমিয়ারে কাছে না পেলে
ভালো লাগে না তুমি না এলে
চেয়ে চেয়ে দেখি ভরা সাঁঝে
হাওয়া ছুঁয়ে গেল চেনা কূলে
একে একে কত তারা ওঠে
তবু নিজেরে রয়েছি ভুলে
যত বলি তুমি তো আমারই
কোনো সাড়া মেলে না গো তারই
যত বলি তুমি তো আমারই
কোনো সাড়া মেলে না গো তারই
আসিয়া ঘরেতে একা একা
দাও ভালোবেসে আলো জ্বেলে
ভালো লাগে না তুমি না এলে
কী যে করি বলো দূরে গেলে
যত ভাবি কাজে ভুলে থাকি
তত মনে পড়ে দু'টি আঁখি
ভালো লাগে না, ভালো লাগে না
ভালো লাগে না তুমি না এলে
ভালো লাগে না তুমি না এলে
কী যে করি বলো দূরে গেলে
কী যে করি বলো দূরে গেলে
যত ভাবি কাজে ভুলে থাকি
তত মনে পড়ে দু′টি আঁখি
ভালো লাগে না, ভালো লাগে না
ভালো লাগে না তুমি না এলে
তুমি বলো তুমি তো আমারই
সবই বুঝি, বোঝাতে না পারি
তুমি বলো তুমি তো আমারই
সবই বুঝি, বোঝাতে না পারি
মন ভেসে চলে দূরে দূরে
মরমিয়ারে কাছে না পেলে
ভালো লাগে না তুমি না এলে
চেয়ে চেয়ে দেখি ভরা সাঁঝে
হাওয়া ছুঁয়ে গেল চেনা কূলে
একে একে কত তারা ওঠে
তবু নিজেরে রয়েছি ভুলে
যত বলি তুমি তো আমারই
কোনো সাড়া মেলে না গো তারই
যত বলি তুমি তো আমারই
কোনো সাড়া মেলে না গো তারই
আসিয়া ঘরেতে একা একা
দাও ভালোবেসে আলো জ্বেলে
ভালো লাগে না তুমি না এলে
কী যে করি বলো দূরে গেলে
যত ভাবি কাজে ভুলে থাকি
তত মনে পড়ে দু'টি আঁখি
ভালো লাগে না, ভালো লাগে না
ভালো লাগে না তুমি না এলে
Writer(s): Manabendra Mukherjee Lyrics powered by www.musixmatch.com