Songtexte.com Drucklogo

Ogo Nadi Apan Beghe Songtext
von Hemanta Mukherjee

Ogo Nadi Apan Beghe Songtext

ওগো নদী, আপন বেগে পাগল-পারা
আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা


আমি সদা অচল থাকি
গভীর চলা গোপন রাখি
আমি সদা অচল থাকি
গভীর চলা গোপন রাখি
আমার চলা নবীন পাতায়
আমার চলা ফুলের ধারায়
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা

ওগো নদী, আপন বেগে পাগল-পারা
পথে পথে বাহির হয়ে আপন-হারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
পথে পথে বাহির হয়ে আপন-হারা

আমার চলা যায় না বলা
আলোর পানে প্রাণের চলা
আকাশ বোঝে আনন্দ তার
বোঝে নিশার নীরব তারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
„Grenade“ ist von welchem Künstler?

Fans

»Ogo Nadi Apan Beghe« gefällt bisher niemandem.