Nitol Paye Songtext
von Fuad
Nitol Paye Songtext
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
তার রুনঝুন নূপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েল খানি বাজে
মাদল বাজে, সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে, সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
চাঁদের অধরে যেন তোমার হাসির মাঝে
সোনালী আবেশে তবে, সাগর ধারে
হৃদয়ের মাঝে কবে বেঁধেছিলে বাঁধন?
ভালোবাসা তবে কেন মনের অগোচরে?
তুমি একি আমার বন্ধু?
আজও কেন বোঝো নি?
তুমি একি আমার বন্ধু?
কেন ভালোবাসো নি?
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
তার রুনঝুন নূপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েল খানি বাজে
মাদল বাজে, সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েল খানি বাজে
মাদল বাজে, সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েল খানি বাজে
মাদল বাজে, সেই সংকেতে
শ্যামা মেয়ে—
শীতল কুয়াশাতে তার স্পর্শে
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
তার রুনঝুন নূপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েল খানি বাজে
মাদল বাজে, সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে, সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
চাঁদের অধরে যেন তোমার হাসির মাঝে
সোনালী আবেশে তবে, সাগর ধারে
হৃদয়ের মাঝে কবে বেঁধেছিলে বাঁধন?
ভালোবাসা তবে কেন মনের অগোচরে?
তুমি একি আমার বন্ধু?
আজও কেন বোঝো নি?
তুমি একি আমার বন্ধু?
কেন ভালোবাসো নি?
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
তার রুনঝুন নূপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েল খানি বাজে
মাদল বাজে, সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েল খানি বাজে
মাদল বাজে, সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েল খানি বাজে
মাদল বাজে, সেই সংকেতে
শ্যামা মেয়ে—
Writer(s): Sheikh Adnan Almuqtadir Lyrics powered by www.musixmatch.com