Phire Esho Songtext
von Feedback
Phire Esho Songtext
বন্ধু, ফিরে এসো সেই গলির মোড়ে রেস্তোরাঁয়
জানি তুমি ফিরে আসবে আমাদের চিরচেনা আঙিনায়
বন্ধু, ফিরে এসো সেই গলির মোড়ে রেস্তোরাঁয়
জানি তুমি ফিরে আসবে আমাদের চিরচেনা আঙিনায়
অনেক কথা জমা বুকে, ব্যথা আছে আরও
শুনবে তুমি এই আশাতে যদি সময় করতে পারো
অনেক কথা জমা বুকে, ব্যথা আছে আরও
শুনবে তুমি এই আশাতে যদি সময় করতে পারো
নতুন করে ভালোবেসো
বন্ধু, ফিরে এসো সেই গলির মোড়ে রেস্তোরাঁয়
জানি তুমি ফিরে আসবে আমাদের চিরচেনা আঙিনায়
আবার গানে মুখরিত হোক পুরাতন ঠিকানা
উৎসবে মাতুক ইট-পাথর-কাঠ ফিরে পেয়ে আপনজনা
আবার গানে মুখরিত হোক পুরাতন ঠিকানা
উৎসবে মাতুক ইট-পাথর-কাঠ ফিরে পেয়ে আপনজনা
প্রাণ খুলে তুমি হেসো
বন্ধু, ফিরে এসো সেই গলির মোড়ে রেস্তোরাঁয়
জানি তুমি ফিরে আসবে আমাদের চিরচেনা আঙিনায়
বন্ধু, ফিরে এসো সেই গলির মোড়ে রেস্তোরাঁয়
জানি তুমি ফিরে আসবে আমাদের চিরচেনা আঙিনায়
জানি তুমি ফিরে আসবে আমাদের চিরচেনা আঙিনায়
বন্ধু, ফিরে এসো সেই গলির মোড়ে রেস্তোরাঁয়
জানি তুমি ফিরে আসবে আমাদের চিরচেনা আঙিনায়
অনেক কথা জমা বুকে, ব্যথা আছে আরও
শুনবে তুমি এই আশাতে যদি সময় করতে পারো
অনেক কথা জমা বুকে, ব্যথা আছে আরও
শুনবে তুমি এই আশাতে যদি সময় করতে পারো
নতুন করে ভালোবেসো
বন্ধু, ফিরে এসো সেই গলির মোড়ে রেস্তোরাঁয়
জানি তুমি ফিরে আসবে আমাদের চিরচেনা আঙিনায়
আবার গানে মুখরিত হোক পুরাতন ঠিকানা
উৎসবে মাতুক ইট-পাথর-কাঠ ফিরে পেয়ে আপনজনা
আবার গানে মুখরিত হোক পুরাতন ঠিকানা
উৎসবে মাতুক ইট-পাথর-কাঠ ফিরে পেয়ে আপনজনা
প্রাণ খুলে তুমি হেসো
বন্ধু, ফিরে এসো সেই গলির মোড়ে রেস্তোরাঁয়
জানি তুমি ফিরে আসবে আমাদের চিরচেনা আঙিনায়
বন্ধু, ফিরে এসো সেই গলির মোড়ে রেস্তোরাঁয়
জানি তুমি ফিরে আসবে আমাদের চিরচেনা আঙিনায়
Writer(s): Feedback, Maqsoodul Haque Lyrics powered by www.musixmatch.com