Apon Deshe Cholo Songtext
von Feedback
Apon Deshe Cholo Songtext
দিনের আলো নিভে গেলো...
রঙের দোকান তোল ও বেলা গেল
এইবার তোমার আপন দেশে চলো
ভবের হাটে দোকান দিয়ে করলি বেচাকেনা লাভ হইল না হইল কেবল আসলেতে দেনা।
মহাজনের হিসাব দিবার সময় বয়ে গেলো
ও বেলা গেলো এইবার তোমার আপন দেশে চলো।
মেলাতে এক রুপকুমারি তোর দোকানে এলো রূপের মায়ায় ভুলাইয়া সকল ঘরে নিল ওহ ওহ
রূপের মায়ায় ফুলের নেশায় যা হবার তাই হল
ও বেলা গেল এইবার তোমার আপন দেশে চলো।
রসিক বলে হিসাব দিবার নেইতো কিছু আর গুরুর চরণ ধর গিয়ে তার।
গুরুর চরণ মাথায় নিয়ে ভব পাড়ে চল ওহ বেলা গেল এইবার তোমার আপন দেশে চলো।
রঙের দোকান তোল ও বেলা গেল
এইবার তোমার আপন দেশে চলো
ভবের হাটে দোকান দিয়ে করলি বেচাকেনা লাভ হইল না হইল কেবল আসলেতে দেনা।
মহাজনের হিসাব দিবার সময় বয়ে গেলো
ও বেলা গেলো এইবার তোমার আপন দেশে চলো।
মেলাতে এক রুপকুমারি তোর দোকানে এলো রূপের মায়ায় ভুলাইয়া সকল ঘরে নিল ওহ ওহ
রূপের মায়ায় ফুলের নেশায় যা হবার তাই হল
ও বেলা গেল এইবার তোমার আপন দেশে চলো।
রসিক বলে হিসাব দিবার নেইতো কিছু আর গুরুর চরণ ধর গিয়ে তার।
গুরুর চরণ মাথায় নিয়ে ভব পাড়ে চল ওহ বেলা গেল এইবার তোমার আপন দেশে চলো।
Writer(s): Collected Lyrics powered by www.musixmatch.com