Moushumi II Songtext
von Feedback
Moushumi II Songtext
ফিরে এসো এই অন্তরে
ফিরে এসো এই বন্দরে, পথ ধরে
তুলনাহীনা বান্ধবী
যেওনাকো তুমি ঐ দূরে
ব্যথা জাগে এই মন জুড়ে
হতে চাই ফিরে তোমার গীতি কবি,কবি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি
কারে ডাকো মৃদু গুঞ্জনে
চোখ ভরা মায়া অঞ্জনে
কত ক্ষনে
তুলনাহীনা বান্ধবী
চেয়ে দেখ তুমি এই চোখে তুমি আছ সুখ আর দুঃখে
এঁকে যাই আজ শুধু তোমার মুখছবি,ছবি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
ফিরে এসো এই বন্দরে, পথ ধরে
তুলনাহীনা বান্ধবী
যেওনাকো তুমি ঐ দূরে
ব্যথা জাগে এই মন জুড়ে
হতে চাই ফিরে তোমার গীতি কবি,কবি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি
কারে ডাকো মৃদু গুঞ্জনে
চোখ ভরা মায়া অঞ্জনে
কত ক্ষনে
তুলনাহীনা বান্ধবী
চেয়ে দেখ তুমি এই চোখে তুমি আছ সুখ আর দুঃখে
এঁকে যাই আজ শুধু তোমার মুখছবি,ছবি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
Writer(s): Foad Nasser Lyrics powered by www.musixmatch.com