Janala Songtext
von Feedback
Janala Songtext
কেন খুলেছ তোমার জানালা
কেন তাকিয়ে রয়েছ, জানি না তো
মনে যে কী আছে, বলো না
আমি সে কথা না শুনে যাব না
না, ফিরে যাবো না
কেন দু′চোখে আলোর ইশারা
কেন অধরে হাসির ফোয়ারা যে
বুঝিয়ে আমাকে বলো না
আমি না জেনে সে কথা যাবো না
না, ফিরে যাবো না
দূর থেকে দেখে ভালোবাসি
তুমি কি বোঝো না তা
মনে বড়ো সাধ কাছে আসি
তুমি কি চাও না তা
কেন তবু তুমি রয়ে গেলে দূরে, বলো না
কেন খুলেছ তোমার জানালা
কেন তাকিয়ে রয়েছ, জানি না তো
মনে যে কী আছে, বলো না
আমি সে কথা না শুনে যাব না
না, ফিরে যাব না
ফুল যদি আনি রাশি রাশি
তুমি কি নেবে না তা
মুখে প্রতিবাদ, চোখে হাসি
জানি যে ছলনা তা
চলে এসো কাছে তুমি, দ্বিধা মুছে এসো না
কেন খুলেছ তোমার জানালা
কেন তাকিয়ে রয়েছ, জানি না তো
মনে যে কী আছে, বলো না
আমি সে কথা না শুনে যাব না
না, ফিরে যাব না
কেন দু'চোখে আলোর ইশারা
কেন অধরে হাসির ফোয়ারা যে
বুঝিয়ে আমাকে বলো না
আমি না জেনে সে কথা যাব না
না, ফিরে যাব না
কেন তাকিয়ে রয়েছ, জানি না তো
মনে যে কী আছে, বলো না
আমি সে কথা না শুনে যাব না
না, ফিরে যাবো না
কেন দু′চোখে আলোর ইশারা
কেন অধরে হাসির ফোয়ারা যে
বুঝিয়ে আমাকে বলো না
আমি না জেনে সে কথা যাবো না
না, ফিরে যাবো না
দূর থেকে দেখে ভালোবাসি
তুমি কি বোঝো না তা
মনে বড়ো সাধ কাছে আসি
তুমি কি চাও না তা
কেন তবু তুমি রয়ে গেলে দূরে, বলো না
কেন খুলেছ তোমার জানালা
কেন তাকিয়ে রয়েছ, জানি না তো
মনে যে কী আছে, বলো না
আমি সে কথা না শুনে যাব না
না, ফিরে যাব না
ফুল যদি আনি রাশি রাশি
তুমি কি নেবে না তা
মুখে প্রতিবাদ, চোখে হাসি
জানি যে ছলনা তা
চলে এসো কাছে তুমি, দ্বিধা মুছে এসো না
কেন খুলেছ তোমার জানালা
কেন তাকিয়ে রয়েছ, জানি না তো
মনে যে কী আছে, বলো না
আমি সে কথা না শুনে যাব না
না, ফিরে যাব না
কেন দু'চোখে আলোর ইশারা
কেন অধরে হাসির ফোয়ারা যে
বুঝিয়ে আমাকে বলো না
আমি না জেনে সে কথা যাব না
না, ফিরে যাব না
Writer(s): Feedback Lyrics powered by www.musixmatch.com