Bidrohi Songtext
von Feedback
Bidrohi Songtext
একা একা চলেছি এ পথ
মনে মনে জ্বেলেছি শপথ
এখন আমি বিদ্রোহী
এখন আমি আর নই অভিমানী
একা একা চলেছি এ পথ
মনে মনে জ্বেলেছি শপথ
দুঃখেরই মেঘ থেকে
ঝড় ওঠে এই অন্তরে
ক্লেদ যত, ভেদ তত
শেষ হলো যে সেই ঝড়ে
সবকিছু আমি শেষ করেছি আজ
এখন আমি বিদ্রোহী
এখন আমি আর নই অভিমানী
একা একা চলেছি এ পথ
মনে মনে জ্বেলেছি শপথ
সাজাবো ফের আমি
ঝড় ভাঙা এ পথটাকে
সাজাতে এ জীবন
ঘর ফেরা ওই পথ ডাকে
প্রত্যাশা নিয়ে পথ চলেছি আজ
এখন আমি বিদ্রোহী
এখন আমি আর নই অভিমানী
একা একা চলেছি এ পথ
মনে মনে জ্বেলেছি শপথ
এখন আমি বিদ্রোহী
এখন আমি আর নই অভিমানী
একা একা চলেছি এ পথ
মনে মনে জ্বেলেছি শপথ
মনে মনে জ্বেলেছি শপথ
এখন আমি বিদ্রোহী
এখন আমি আর নই অভিমানী
একা একা চলেছি এ পথ
মনে মনে জ্বেলেছি শপথ
দুঃখেরই মেঘ থেকে
ঝড় ওঠে এই অন্তরে
ক্লেদ যত, ভেদ তত
শেষ হলো যে সেই ঝড়ে
সবকিছু আমি শেষ করেছি আজ
এখন আমি বিদ্রোহী
এখন আমি আর নই অভিমানী
একা একা চলেছি এ পথ
মনে মনে জ্বেলেছি শপথ
সাজাবো ফের আমি
ঝড় ভাঙা এ পথটাকে
সাজাতে এ জীবন
ঘর ফেরা ওই পথ ডাকে
প্রত্যাশা নিয়ে পথ চলেছি আজ
এখন আমি বিদ্রোহী
এখন আমি আর নই অভিমানী
একা একা চলেছি এ পথ
মনে মনে জ্বেলেছি শপথ
এখন আমি বিদ্রোহী
এখন আমি আর নই অভিমানী
একা একা চলেছি এ পথ
মনে মনে জ্বেলেছি শপথ
Writer(s): A I Saber, Feedback Lyrics powered by www.musixmatch.com