Sharatbabu Khola Chithi Dilam Songtext
von Bhupen Hazarika
Sharatbabu Khola Chithi Dilam Songtext
শরৎ বাবু
খোলা চিঠি দিলাম তোমার কাছে
শরৎ বাবু
খোলা চিঠি দিলাম তোমার কাছে
তোমার গফুর মহেশ
এখন কোথায় কেমন আছে?
তুমি জানো না
হারিয়ে গেছে কোথায় কখন
তোমার আমিনা
শরৎ বাবু এই চিঠি পাবে কিনা জানি না
আমি এই চিঠি পাবে কিনা জানি না
শরৎ বাবু
খোলা চিঠি দিলাম তোমার কাছে
গেলো বছর বন্যা হলো
এই বছরে খরা
ক্ষেতে ফসল ভাসিয়ে নিলো
মাঠ শুকিয়ে মরা
গেলো বছর বন্যা হলো
এই বছরে খরা
ক্ষেতে ফসল ভাসিয়ে নিলো
মাঠ শুকিয়ে মরা
এক মুঠো ঘাস পায় না মহেশ
দুঃখ ঘোচে না
তুমি জানো না
শরৎ বাবু
এই চিঠি পাবে কিনা জানি না
আমি এই চিঠি পাবে কিনা জানি না
বর্গীরা আর দেয় না হানা
নেই তো জমিদার
তবু কেন এই দেশ জুড়ে
নিত্য হাহাকার
জেনেছো দেশ তো স্বাধীন
আছে ওরা বেশ
তোমার গফুর আমিনা
আর তোমারই মহেশ
জেনেছো দেশ তো স্বাধীন
আছে ওরা বেশ
তোমার গফুর আমিনা
আর তোমারই মহেশ
এক মুঠো ভাত পাই না খেতে
গফুর আমিনা
তুমি জানো না
শরৎ বাবু
এই চিঠি পাবে কিনা জানি না
আমি এই চিঠি পাবে কিনা জানি না
খোলা চিঠি দিলাম তোমার কাছে
শরৎ বাবু
খোলা চিঠি দিলাম তোমার কাছে
তোমার গফুর মহেশ
এখন কোথায় কেমন আছে?
তুমি জানো না
হারিয়ে গেছে কোথায় কখন
তোমার আমিনা
শরৎ বাবু এই চিঠি পাবে কিনা জানি না
আমি এই চিঠি পাবে কিনা জানি না
শরৎ বাবু
খোলা চিঠি দিলাম তোমার কাছে
গেলো বছর বন্যা হলো
এই বছরে খরা
ক্ষেতে ফসল ভাসিয়ে নিলো
মাঠ শুকিয়ে মরা
গেলো বছর বন্যা হলো
এই বছরে খরা
ক্ষেতে ফসল ভাসিয়ে নিলো
মাঠ শুকিয়ে মরা
এক মুঠো ঘাস পায় না মহেশ
দুঃখ ঘোচে না
তুমি জানো না
শরৎ বাবু
এই চিঠি পাবে কিনা জানি না
আমি এই চিঠি পাবে কিনা জানি না
বর্গীরা আর দেয় না হানা
নেই তো জমিদার
তবু কেন এই দেশ জুড়ে
নিত্য হাহাকার
জেনেছো দেশ তো স্বাধীন
আছে ওরা বেশ
তোমার গফুর আমিনা
আর তোমারই মহেশ
জেনেছো দেশ তো স্বাধীন
আছে ওরা বেশ
তোমার গফুর আমিনা
আর তোমারই মহেশ
এক মুঠো ভাত পাই না খেতে
গফুর আমিনা
তুমি জানো না
শরৎ বাবু
এই চিঠি পাবে কিনা জানি না
আমি এই চিঠি পাবে কিনা জানি না
Writer(s): Shibdas Banerjee, Ansuman Roy Lyrics powered by www.musixmatch.com