Pratidhwani Shuni Songtext
von Bhupen Hazarika
Pratidhwani Shuni Songtext
মোর গাঁয়েরও সীমানার
পাহাড়ের ওপারে
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
কান পেতে শুনি আমি-
বুঝিতে না পারি
চোখ মেলে দেখি আমি-
দেখিতে না পারি
চোখ বুজে ভাবি আমি-
ধরিতে না পারি
হাজার পাহাড় আমি-
ডিঙোতে না পারি
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
হতে পারে কোন যুবতীর-
শোকভরা কথা
হতে পারে কোন ঠাকুমার-
রাতের রূপকথা
হতে পারে কোন কৃষকের-
বুকভরা ব্যথা
চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
শেষ হল কোন যুবতীর-
শোকভরা কথা
শেষ হল কোন ঠাকুমার-
বলা রূপকথা
শেষ হল কোন কৃষকের-
বুকভরা ব্যথা
চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি
মোর কালো চুলে সকালের সোনালী রোদ পড়ে
চোখের পাতায় লেগে থাকা কুয়াশা যায় সরে
জেগে ওঠা মানুষের হাজার চিৎকারে-
আকাশছোঁয়া অনেক কথার পাহাড় ভেঙে পড়ে
আকাশছোঁয়া অনেক কথার পাহাড় ভেঙে পড়ে
মানবসাগরের কোলাহল শুনি
নতুন দিনের যেন পদধ্বনি শুনি
পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি
মোর গাঁয়েরও সীমানার
পাহাড়ের ওপারে
নতুন দিনের যেন প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
পাহাড়ের ওপারে
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
কান পেতে শুনি আমি-
বুঝিতে না পারি
চোখ মেলে দেখি আমি-
দেখিতে না পারি
চোখ বুজে ভাবি আমি-
ধরিতে না পারি
হাজার পাহাড় আমি-
ডিঙোতে না পারি
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
হতে পারে কোন যুবতীর-
শোকভরা কথা
হতে পারে কোন ঠাকুমার-
রাতের রূপকথা
হতে পারে কোন কৃষকের-
বুকভরা ব্যথা
চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
শেষ হল কোন যুবতীর-
শোকভরা কথা
শেষ হল কোন ঠাকুমার-
বলা রূপকথা
শেষ হল কোন কৃষকের-
বুকভরা ব্যথা
চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি
মোর কালো চুলে সকালের সোনালী রোদ পড়ে
চোখের পাতায় লেগে থাকা কুয়াশা যায় সরে
জেগে ওঠা মানুষের হাজার চিৎকারে-
আকাশছোঁয়া অনেক কথার পাহাড় ভেঙে পড়ে
আকাশছোঁয়া অনেক কথার পাহাড় ভেঙে পড়ে
মানবসাগরের কোলাহল শুনি
নতুন দিনের যেন পদধ্বনি শুনি
পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি
মোর গাঁয়েরও সীমানার
পাহাড়ের ওপারে
নতুন দিনের যেন প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
Writer(s): Bhupen Hazarika Lyrics powered by www.musixmatch.com