Aj Jibon Kheuje Pabi Songtext
von Bhupen Hazarika
Aj Jibon Kheuje Pabi Songtext
আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়
আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়
মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়
যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়
ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়
মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে
শিকল খুলে মেঘের নীড়ে আজ উড়িয়ে দে
যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়
আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়
আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়
সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর
চলার পথে পথে পথের বাঁকে নেইকো আপন পর
সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর
চলার পথে পথে পথের বাঁকে নেইকো আপন পর
কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুনে কি
লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়
আর ভালবাসার পান্না হীরে কুড়িয়ে নিয়ে আয়
এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়
জীবন খুঁজে পাবি ছুটে ছুটে
ছুটে ছুটে আয়
আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়
মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়
যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়
ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়
মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে
শিকল খুলে মেঘের নীড়ে আজ উড়িয়ে দে
যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়
আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়
আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়
সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর
চলার পথে পথে পথের বাঁকে নেইকো আপন পর
সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর
চলার পথে পথে পথের বাঁকে নেইকো আপন পর
কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুনে কি
লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়
আর ভালবাসার পান্না হীরে কুড়িয়ে নিয়ে আয়
এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়
জীবন খুঁজে পাবি ছুটে ছুটে
ছুটে ছুটে আয়
Writer(s): Bhupen Hazarika, Shibu Chakravarthy Lyrics powered by www.musixmatch.com