Bhola Songtext
von Bhoomi
Bhola Songtext
কারো না সে কাটা রোদ্দুরে
ভুলেছিলাম তাকে
হারালো ভোলা...
ওরে, বৃষ্টি আয় ঝাঁপিয়ে
মোর শূন্য জোয়ার কাপিয়ে
অনেক খুঁজে পেলাম না মোর সাধের বাছুরকে
ও ভোলা গেলি কোথায় মাকে ফেলে?
হাটে হাটে ঘুরেছি
দুয়ারে দুয়ারে খুঁজেছি
নদীর পানে চেয়ে ফুঁকে দেখেছি
মাঝিদের কাছে করেছি মিনতি
যদি দেখো ঘন সবুজ রঙের ফিতে গলায়
বাঁধা আমার কালো ভোলাকে, বলো আমায়
সাত মাস পরে আজ বৈশাখের ঝড়ে
মনে পরে তোর সরল চোখের মায়া
ও ভোলা গেলি কোথায় মাকে ফেলে?
আয় বৃষ্টি...
ভুলেছিলাম তাকে
হারালো ভোলা...
ওরে, বৃষ্টি আয় ঝাঁপিয়ে
মোর শূন্য জোয়ার কাপিয়ে
অনেক খুঁজে পেলাম না মোর সাধের বাছুরকে
ও ভোলা গেলি কোথায় মাকে ফেলে?
হাটে হাটে ঘুরেছি
দুয়ারে দুয়ারে খুঁজেছি
নদীর পানে চেয়ে ফুঁকে দেখেছি
মাঝিদের কাছে করেছি মিনতি
যদি দেখো ঘন সবুজ রঙের ফিতে গলায়
বাঁধা আমার কালো ভোলাকে, বলো আমায়
সাত মাস পরে আজ বৈশাখের ঝড়ে
মনে পরে তোর সরল চোখের মায়া
ও ভোলা গেলি কোথায় মাকে ফেলে?
আয় বৃষ্টি...
Writer(s): Bhoomi Lyrics powered by www.musixmatch.com