Andhare Kakhan Eshe (Part 2) Songtext
von Amit Kumar
Andhare Kakhan Eshe (Part 2) Songtext
আঁধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি
পথের খোঁজে, পথের মাঝেই, হারিয়ে গেছে আমি
হারিয়ে গেছে আমি ।।
আঁধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি
আঁধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি
পথের খোঁজে পথের মাঝেই হারিয়ে গেছে আমি
হো হারিয়ে গেছে আমি
আঁধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি
আঁধারে কখন এসে।।
ও ও ও আ আ আ
শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি...
হো শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি...
পূজার থালায় তুলে নেবে তাইতো বসে আছি
তোমার ছোঁয়া পরশমণি সোনার চেয়ে দামি
হো সোনার চেয়ে দামি
আঁধারে কখন এসে।।
আমি আছি কি না আছি কার কি আসে যায়
হো আমি আছি কি না আছি কার কি আসে যায়
কেও কখনো আপন করে ডাকেনি আমায়
এবার ডাকো, আর কত কাল রইবো এক আমি
হো... রইবো এক আমি
আঁধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি
পথের খোঁজে, পথের মাঝেই, হারিয়ে গেছে আমি...
হারিয়ে... গেছে আমি ।।
পথের খোঁজে, পথের মাঝেই, হারিয়ে গেছে আমি
হারিয়ে গেছে আমি ।।
আঁধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি
আঁধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি
পথের খোঁজে পথের মাঝেই হারিয়ে গেছে আমি
হো হারিয়ে গেছে আমি
আঁধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি
আঁধারে কখন এসে।।
ও ও ও আ আ আ
শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি...
হো শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি...
পূজার থালায় তুলে নেবে তাইতো বসে আছি
তোমার ছোঁয়া পরশমণি সোনার চেয়ে দামি
হো সোনার চেয়ে দামি
আঁধারে কখন এসে।।
আমি আছি কি না আছি কার কি আসে যায়
হো আমি আছি কি না আছি কার কি আসে যায়
কেও কখনো আপন করে ডাকেনি আমায়
এবার ডাকো, আর কত কাল রইবো এক আমি
হো... রইবো এক আমি
আঁধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি
পথের খোঁজে, পথের মাঝেই, হারিয়ে গেছে আমি...
হারিয়ে... গেছে আমি ।।
Writer(s): Mukul Dutta, R D Burman Lyrics powered by www.musixmatch.com