Ohom Songtext
von The Watson Brothers
Ohom Songtext
ফিরে যাই
পুরনো ঘরে
আবছা আলোয়
দরজা খুলে
মৃদু বাতাসে
ঠাণ্ডা আলোর মাঝে
স্মৃতি বেয়ে উঠি
হৃৎপিন্ডের প্রতিটি আশ্বাসে
অহংকারে মরণ
শেষ নিঃশ্বাসে
ঠিকানা প্রায়ই ভুলে যাই
অবচেতনে ঘুরে বেড়াই
কত লোক
কত চেনা মুখ
ঠাণ্ডা আলোয় দেখি
তাদের সুখ
ঘুমের ঘোরে চোখ মেলে দেখি
শৈশব যৌবন পার হয়ে গেছি
অহম বুঝে সরে দাঁড়ায়
শেষ বারের মত
ফিরে ফিরে আমি
ফিরে ফিরে
ফিরে যাই
ফিরে যাই
পুরনো ঘরে
পুরনো ঘরেই
ফিরে যাই
ঘুমের ঘোরে চোখ মেলে দেখি
শৈশব যৌবন পার হয়ে গেছি
অহম বুঝে সরে দাঁড়ায়
শেষ বারের মত
পুরনো ঘরে
আবছা আলোয়
দরজা খুলে
মৃদু বাতাসে
ঠাণ্ডা আলোর মাঝে
স্মৃতি বেয়ে উঠি
হৃৎপিন্ডের প্রতিটি আশ্বাসে
অহংকারে মরণ
শেষ নিঃশ্বাসে
ঠিকানা প্রায়ই ভুলে যাই
অবচেতনে ঘুরে বেড়াই
কত লোক
কত চেনা মুখ
ঠাণ্ডা আলোয় দেখি
তাদের সুখ
ঘুমের ঘোরে চোখ মেলে দেখি
শৈশব যৌবন পার হয়ে গেছি
অহম বুঝে সরে দাঁড়ায়
শেষ বারের মত
ফিরে ফিরে আমি
ফিরে ফিরে
ফিরে যাই
ফিরে যাই
পুরনো ঘরে
পুরনো ঘরেই
ফিরে যাই
ঘুমের ঘোরে চোখ মেলে দেখি
শৈশব যৌবন পার হয়ে গেছি
অহম বুঝে সরে দাঁড়ায়
শেষ বারের মত
Writer(s): Arafat Kazi, Farhan Samad, Imran Aziz, Shakib Chowdhury Lyrics powered by www.musixmatch.com