Chaya Songtext
von The Watson Brothers
Chaya Songtext
সব কিছু আছে
মনেরই মাঝে
আমার নিঃসঙ্গতার
আমার সম্প্রচার তোমার কাছে
কিভাবে
আমাকে
বিদায় দিলে?
নিশ্চিন্ত কি হবে আর সবই অন্ধকার
আলোর দেয়ালে নতুন এক আঁধার
যখন সূর্যটা উঠে আমার মনের ভিতরে
তখনও কেন ছায়ার মাঝে
এই হৃদয়
এই সংশয়
এই প্রত্যয়
বিস্তৃত অনুভূতি সবসময় স্মৃতি
বেদনার পাশে আকাঙ্ক্ষাপ্রীতি
আমার হাত চলে যায় আমার পুরনো ক্ষতে
কত কি লেখা তোমার মায়ায়
জড়িয়ে
নিঃশ্বাসে
আশ্বাসে
নীলের উপর নীল ধরে উঠে গেলে
কার শুন্যে?
তাকালে না ফিরে তুমি
গ্রাহ্য করলে না মাটির সততা
এতোই কি লোভনীয় ছিল সেই নীলের চমক?
আসক্ত করেছে সেই ভয়াবহতা বিষন্নতা
সবুজের টানে তুমি চলে গেলে মলিন বনে
বুঝলে না ঠান্ডা ঘোরের
নীরিহ(এখনো তোমাকে আমি চাই)
নিঃশব্দে(সবুজের মাঠে আমি যাই)
নির্জন ছায়ায় (এখনো তোমার ছায়ায়)
ছায়ায়
ছায়ায়
ছায়ায়
ছায়ায়
ছায়ায়
মনেরই মাঝে
আমার নিঃসঙ্গতার
আমার সম্প্রচার তোমার কাছে
কিভাবে
আমাকে
বিদায় দিলে?
নিশ্চিন্ত কি হবে আর সবই অন্ধকার
আলোর দেয়ালে নতুন এক আঁধার
যখন সূর্যটা উঠে আমার মনের ভিতরে
তখনও কেন ছায়ার মাঝে
এই হৃদয়
এই সংশয়
এই প্রত্যয়
বিস্তৃত অনুভূতি সবসময় স্মৃতি
বেদনার পাশে আকাঙ্ক্ষাপ্রীতি
আমার হাত চলে যায় আমার পুরনো ক্ষতে
কত কি লেখা তোমার মায়ায়
জড়িয়ে
নিঃশ্বাসে
আশ্বাসে
নীলের উপর নীল ধরে উঠে গেলে
কার শুন্যে?
তাকালে না ফিরে তুমি
গ্রাহ্য করলে না মাটির সততা
এতোই কি লোভনীয় ছিল সেই নীলের চমক?
আসক্ত করেছে সেই ভয়াবহতা বিষন্নতা
সবুজের টানে তুমি চলে গেলে মলিন বনে
বুঝলে না ঠান্ডা ঘোরের
নীরিহ(এখনো তোমাকে আমি চাই)
নিঃশব্দে(সবুজের মাঠে আমি যাই)
নির্জন ছায়ায় (এখনো তোমার ছায়ায়)
ছায়ায়
ছায়ায়
ছায়ায়
ছায়ায়
ছায়ায়
Writer(s): Arafat Kazi, Farhan Samad, Imran Aziz, Shakib Chowdhury Lyrics powered by www.musixmatch.com