Baje Koruno Sure Songtext
von Subhamita
Baje Koruno Sure Songtext
বাজে করুণ সুরে
বাজে করুণ সুরে হায় দূরে
বাজে করুণ সুরে
তব চরণতলচুম্বিত পন্থবীণা হায় দূরে
বাজে করুণ সুরে
এ মম পান্থচিত চঞ্চল হায়
এ মম পান্থচিত চঞ্চল
জানি না কী উদ্দেশ্যে হায় দূরে
বাজে করুণ সুরে
যূথীগন্ধ অশান্ত সমীরে
ধায় উতলা উচ্ছ্বাসে
যূথীগন্ধ অশান্ত সমীরে
ধায় উতলা উচ্ছ্বাসে
তেমনি চিত্ত উদাসী রে হায়
তেমনি চিত্ত উদাসী রে
নিদারুণ বিচ্ছেদের নিশীথে হায় দূরে
বাজে করুণ সুরে
বাজে করুণ সুরে
বাজে করুণ সুরে হায় দূরে
বাজে করুণ সুরে
তব চরণতলচুম্বিত পন্থবীণা হায় দূরে
বাজে করুণ সুরে
এ মম পান্থচিত চঞ্চল হায়
এ মম পান্থচিত চঞ্চল
জানি না কী উদ্দেশ্যে হায় দূরে
বাজে করুণ সুরে
যূথীগন্ধ অশান্ত সমীরে
ধায় উতলা উচ্ছ্বাসে
যূথীগন্ধ অশান্ত সমীরে
ধায় উতলা উচ্ছ্বাসে
তেমনি চিত্ত উদাসী রে হায়
তেমনি চিত্ত উদাসী রে
নিদারুণ বিচ্ছেদের নিশীথে হায় দূরে
বাজে করুণ সুরে
বাজে করুণ সুরে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com