Shonkho Songtext
von Shunno
Shonkho Songtext
শঙ্খ বালুকা বেলা, অন্ধ প্রেমেদের মেলা
সবকিছু যেনো অধরা
দুচোখে খুঁজেছি
অতঃপর বুঝেছি
হয়ে গেছে অবেলা
ফুরিয়েছে সব নোনাজল
দুঃখ এতটা অটল
আশা দলছুট হয়ে
ভয়ে ব্যস্ততার ভিড়ে এসব হতে পারে কি?
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
অল্প রোদের ভেতরে
ডানা মেলা গাঙচিল হয়ে
স্বপ্নদের আজ ছুটি
স্বপ্নহীন হয়ে আমি
আঁধারে একাকী
ভাবি নি এমনটা হবে
কখনো গল্প ফুরোবে
বলো না আমি লড়ি নি
চেষ্টা আমি করি নি
অবুঝ অপরিণত আমি
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
সবকিছু যেনো অধরা
দুচোখে খুঁজেছি
অতঃপর বুঝেছি
হয়ে গেছে অবেলা
ফুরিয়েছে সব নোনাজল
দুঃখ এতটা অটল
আশা দলছুট হয়ে
ভয়ে ব্যস্ততার ভিড়ে এসব হতে পারে কি?
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
অল্প রোদের ভেতরে
ডানা মেলা গাঙচিল হয়ে
স্বপ্নদের আজ ছুটি
স্বপ্নহীন হয়ে আমি
আঁধারে একাকী
ভাবি নি এমনটা হবে
কখনো গল্প ফুরোবে
বলো না আমি লড়ি নি
চেষ্টা আমি করি নি
অবুঝ অপরিণত আমি
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
Writer(s): Shunno Lyrics powered by www.musixmatch.com