Nijhum Raat Songtext
von Shunno
Nijhum Raat Songtext
ইচ্ছে করে আজ ছুটে বেড়াই আকাশ পানে
যেথায় সবাই স্বপ্ন কেনে মনের দামে
স্বর্গ ছুঁতে ইচ্ছে হলে ভাবতে বসি আমি
স্বর্গ তো তোমার মাঝে কেন মিছে খুঁজি? তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে
আমার পৃথিবী নিতে পারো আজ তোমার হাতে
জোছনা হয়ে এসো আমার নিঝুম রাতে
অচেনা সব অনুভূতি রঙ্গিন দেয়ালে
তোমাকেই এঁকে চলি মেঘের রঙে
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে
যেথায় সবাই স্বপ্ন কেনে মনের দামে
স্বর্গ ছুঁতে ইচ্ছে হলে ভাবতে বসি আমি
স্বর্গ তো তোমার মাঝে কেন মিছে খুঁজি? তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে
আমার পৃথিবী নিতে পারো আজ তোমার হাতে
জোছনা হয়ে এসো আমার নিঝুম রাতে
অচেনা সব অনুভূতি রঙ্গিন দেয়ালে
তোমাকেই এঁকে চলি মেঘের রঙে
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে
Writer(s): Shunno Lyrics powered by www.musixmatch.com