Sonar Hate Sonar Kankan Songtext
von Satinath Mukherjee
Sonar Hate Sonar Kankan Songtext
সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার
কে জানে তার এ রূপ দিলো সে কোন মণিকার
সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার
কে জানে তার এ রূপ দিলো সে কোন মণিকার
বিনিয়ে বেণী একাকিনী সে যায় বহুদূর
চরণরেখা না যায় দেখা, বাজে না নূপুর
মাঝে মাঝে কনকচাঁপা ছড়িয়ে পথে তার
কে জানে তার এ রূপ দিলো সে কোন মণিকার
সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার
ও তার হাসি বিষের বাঁশি বাজায় কতবার
সকাল সাঁঝে কাজের মাঝে লুটায় ফুলহার
বাজায় কত বার
এমন করে বেদন দিয়ে কোথায় চলে যায়
বসন্তেরই মৌবনে সে পাপড়ি দলে যায়
আঁচলখানি লুটিয়ে পড়ে ধুলায় একাকার
কে জানে তার এ রূপ দিলো সে কোন মণিকার
সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার
কে জানে তার এ রূপ দিলো সে কোন মণিকার
সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার
কে জানে তার এ রূপ দিলো সে কোন মণিকার
বিনিয়ে বেণী একাকিনী সে যায় বহুদূর
চরণরেখা না যায় দেখা, বাজে না নূপুর
মাঝে মাঝে কনকচাঁপা ছড়িয়ে পথে তার
কে জানে তার এ রূপ দিলো সে কোন মণিকার
সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার
ও তার হাসি বিষের বাঁশি বাজায় কতবার
সকাল সাঁঝে কাজের মাঝে লুটায় ফুলহার
বাজায় কত বার
এমন করে বেদন দিয়ে কোথায় চলে যায়
বসন্তেরই মৌবনে সে পাপড়ি দলে যায়
আঁচলখানি লুটিয়ে পড়ে ধুলায় একাকার
কে জানে তার এ রূপ দিলো সে কোন মণিকার
সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার
Writer(s): Sudhin Dasgupta, Bhashkar Basu Lyrics powered by www.musixmatch.com