Songtexte.com Drucklogo

He Nirupama Songtext
von Sagar Sen

He Nirupama Songtext

হে নিরুপমা, হে নিরুপমা।
গানে যদি লাগে বিহবল তান করিয়ো ক্ষমা।
হে নিরুপমা, হে নিরুপমা।
ঝরোঝরো ধারা আজি উতরোল, নদীকূলে-কূলে উঠে কল্লোল,
বনে বনে গাহে মর্মরস্বরে নবীন পাতা ।
সজল পবন দিশে দিশে তোলে বাদলগাথা ॥
হে নিরুপমা, হে নিরুপমা।


হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা ।
হে নিরুপমা
এল বরষার সঘন দিবস, বনরাজি আজি ব্যাকুল বিবশ,
বকুলবীথিকা মুকুলে মত্ত কানন-'পরে ।
নবকদম্ব মদির গন্ধে আকুল করে ॥
হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা ।
হে নিরুপমা, হে নিরুপমা।
তোমার দুখানি কালো আঁখি-'পরে বরষার কালো ছায়াখানি পড়ে,
ঘন কালো তব কুঞ্চিত কেশে যূথীর মালা ।
তোমার চরণে নববরষার বরণডালা ॥
হে নিরুপমা, হে নিরুপমা।
হে নিরুপমা, হে নিরুপমা।
আঁখি যদি আজ করে অপরাধ, করিয়ো ক্ষমা ।
আঁখি যদি আজ করে অপরাধ, করিয়ো ক্ষমা ।
হে নিরুপমা, হে নিরুপমা।
হেরো আকাশের দূর কোণে কোণে বিজলি চমকি ওঠে খনে খনে,
হেরো আকাশের দূর কোণে কোণে বিজলি চমকি ওঠে খনে খনে।
দ্রুত কৌতুকে তব বাতায়নে কী দেখে চেয়ে ।
অধীর পবন কিসের লাগিয়া আসিছে ধেয়ে ॥
হে নিরুপমা, হে নিরুপমা।

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Sagar Sen

Quiz
Wer singt das Lied „Applause“?

Fans

»He Nirupama« gefällt bisher niemandem.