Kothin (unplugged) Songtext
von Prokash Singha
Kothin (unplugged) Songtext
কঠিন
তোমাকে ছাড়া একদিন
কাটানো এক রাত, বাড়াও দুহাত
হয়ে যাও আজ বাধাবিহীন চলো, কবিতা হয়ে বলো
বাগানে দাবানল, জমানো জল
ছড়ায় যেমন ঠিকানাহীন
ও চেয়েছি যতবারই, হয়েছে ছাড়াছাড়ি
মরেছি ততবারই
এসেছে এক বেদনা দিন
কঠিন
তোমাকে ছাড়া একদিন
তোমাকে ছাড়া একদিন
কাটানো এক রাত, বাড়াও দুহাত
হয়ে যাও আজ বাধাবিহীন চলো, কবিতা হয়ে বলো
বাগানে দাবানল, জমানো জল
ছড়ায় যেমন ঠিকানাহীন
ও চেয়েছি যতবারই, হয়েছে ছাড়াছাড়ি
মরেছি ততবারই
এসেছে এক বেদনা দিন
কঠিন
তোমাকে ছাড়া একদিন
Lyrics powered by www.musixmatch.com