Saat ranga Ek Pakhi Songtext
von Pratima Banerjee
Saat ranga Ek Pakhi Songtext
সাত রঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকাডাকি
সাত রঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকা ডাকি
সাত রঙা এক পাখি
কোন দেশেতে ছিল
ফাগুন এনে দিলো
কোন দেশেতে ছিল
ফাগুন এনে দিলো
ঘাসের ফুলের পরশ দিয়ে
বাঁধলো মিলন রাখি
সাত রঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকাডাকি
সবুজ নিলো বন
রঙিন হলো মন
লাল নিলো তার জবা
হলুদ নিলো চাঁপা
সবুজ নিলো বন
রঙিন হলো মন
লাল নিলো তার জবা
হলুদ নিলো চাঁপা
আর যা ছিল ছড়িয়ে দিলো
মুখোর হলো সভা
রাখাল ছেলে এলো
ফুলের খবর পেল
রাখাল ছেলে এলো
ফুলের খবর পেল
বাতাসে তার গন্ধ নিয়ে
বুজলো দুটি আঁখি
সাত রঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকাডাকি
সাত রঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকা ডাকি
সাত রঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকাডাকি
সাত রঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকা ডাকি
সাত রঙা এক পাখি
কোন দেশেতে ছিল
ফাগুন এনে দিলো
কোন দেশেতে ছিল
ফাগুন এনে দিলো
ঘাসের ফুলের পরশ দিয়ে
বাঁধলো মিলন রাখি
সাত রঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকাডাকি
সবুজ নিলো বন
রঙিন হলো মন
লাল নিলো তার জবা
হলুদ নিলো চাঁপা
সবুজ নিলো বন
রঙিন হলো মন
লাল নিলো তার জবা
হলুদ নিলো চাঁপা
আর যা ছিল ছড়িয়ে দিলো
মুখোর হলো সভা
রাখাল ছেলে এলো
ফুলের খবর পেল
রাখাল ছেলে এলো
ফুলের খবর পেল
বাতাসে তার গন্ধ নিয়ে
বুজলো দুটি আঁখি
সাত রঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকাডাকি
সাত রঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকা ডাকি
সাত রঙা এক পাখি
Writer(s): Subir Hazra Lyrics powered by www.musixmatch.com