Tomar Ashan Shunya Songtext
von Pankaj Mullick
Tomar Ashan Shunya Songtext
তোমার আসন শূন্য আজি
হে বীর পূর্ণ করো
হে বীর পূর্ণ করো
তোমার আসন
ঐ যে দেখি বসুন্ধরা কাঁপল থরোথরো
হে বীর পূর্ণ করো
হে বীর পূর্ণ করো
তোমার আসন
বাজল তূর্য আকাশপথে
সূর্য আসেন অগ্নিরথে, আকাশপথে
এই প্রভাতে দখিন হাতে বিজয়খড়্গ ধরো
হে বীর পূর্ণ করো
হে বীর পূর্ণ করো
তোমার আসন
ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী
অমর বীর্য সহায় তোমার, সহায় বজ্রপাণি
দুর্গম পথ সগৌরবে তোমার চরণচিহ্ন লবে সগৌরবে
দুর্গম পথ সগৌরবে তোমার চরণচিহ্ন লবে সগৌরবে
চিত্তে অভয় বর্ম, তোমার বক্ষে তাহাই পরো
হে বীর পূর্ণ করো
হে বীর পূর্ণ করো
তোমার আসন শূন্য আজি
হে বীর পূর্ণ করো
হে বীর পূর্ণ করো
হে বীর পূর্ণ করো
তোমার আসন
ঐ যে দেখি বসুন্ধরা কাঁপল থরোথরো
হে বীর পূর্ণ করো
হে বীর পূর্ণ করো
তোমার আসন
বাজল তূর্য আকাশপথে
সূর্য আসেন অগ্নিরথে, আকাশপথে
এই প্রভাতে দখিন হাতে বিজয়খড়্গ ধরো
হে বীর পূর্ণ করো
হে বীর পূর্ণ করো
তোমার আসন
ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী
অমর বীর্য সহায় তোমার, সহায় বজ্রপাণি
দুর্গম পথ সগৌরবে তোমার চরণচিহ্ন লবে সগৌরবে
দুর্গম পথ সগৌরবে তোমার চরণচিহ্ন লবে সগৌরবে
চিত্তে অভয় বর্ম, তোমার বক্ষে তাহাই পরো
হে বীর পূর্ণ করো
হে বীর পূর্ণ করো
তোমার আসন শূন্য আজি
হে বীর পূর্ণ করো
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com