Diner Sheshe Ghumer Desh Songtext
von Pankaj Mullick
Diner Sheshe Ghumer Desh Songtext
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া
ভুলালো রে ভুলালো মোর প্রাণ
ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন মায়া
গেয়ে গেল কাজ-ভাঙানো গান
দিনের শেষে-
নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়
নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া
সন্ধ্যা আসে দিন যে চলে যায়
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনের শেষের শেষ খেয়ায়
ওরে আয়
দিনের শেষে-
ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘরপানে
পারে যারা যাবার গেছে পারে
ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘরপানে
পারে যারা যাবার গেছে পারে
ঘরেও নহে, পারেও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে
ফুলের বার নাইকো যাহার, ফসল যাহার ফলল না
অশ্রু যাহার ফেলতে হাসি পায়
দিনের আলো যার ফুরালো
দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না
সেই বসেছে ঘাটের কিনারায়
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনের শেষের শেষ খেয়ায়
ওরে আয়
ভুলালো রে ভুলালো মোর প্রাণ
ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন মায়া
গেয়ে গেল কাজ-ভাঙানো গান
দিনের শেষে-
নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়
নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া
সন্ধ্যা আসে দিন যে চলে যায়
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনের শেষের শেষ খেয়ায়
ওরে আয়
দিনের শেষে-
ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘরপানে
পারে যারা যাবার গেছে পারে
ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘরপানে
পারে যারা যাবার গেছে পারে
ঘরেও নহে, পারেও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে
ফুলের বার নাইকো যাহার, ফসল যাহার ফলল না
অশ্রু যাহার ফেলতে হাসি পায়
দিনের আলো যার ফুরালো
দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না
সেই বসেছে ঘাটের কিনারায়
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনের শেষের শেষ খেয়ায়
ওরে আয়
Writer(s): Rabindranath Tagore, Srabani Sen Lyrics powered by www.musixmatch.com