Shopno Chobi Songtext
von Nemesis
Shopno Chobi Songtext
আমার মনে আছে যে এক স্বপ্নময় পৃথিবী
যেখানেতে মানবতার সুখের আলো দেখি
এ মনের গভীরে থাকা এ কল্পনা
হারিয়ে যায় কোন সময় কোন অজানায়
বলো আমায় সেই পৃথিবীর নেই কেন অস্তিত্ব
বোঝাও আমায় সেই কল্পনা কেন যে সত্য নয়
আমারই স্বপ্ন আজও জেগে রয় আঁধারে শূন্য চোখে
তবু কেটে যায় এ জীবন আমারই কল্পনার ঘোরে
চেতনা আমার স্বপ্নেরই মাঝে হারিয়ে যে যায়
কল্পলোকে সৃষ্টির সীমানাতে স্বপ্ন ভেঙে যায়
এ মনের গভীরে থাকা এ কল্পনা
হারিয়ে যায় কোন সময় কোন অজানায়
বলো আমায় সেই পৃথিবীর নেই কেন অস্তিত্ব
বোঝাও আমায় সেই কল্পনা কেন যে সত্য নয়
ক্লান্ত এই আমি স্বপ্নলোকে ঘুরে ভাবি সবই কি বৃথা
সুপ্ত আশা নিয়ে তবু চলি এগিয়ে
সম্ভাবনার পথ চেয়ে আমি যাবো আজও ফিরে
বলো আমায় সেই পৃথিবীর নেই কেন অস্তিত্ব
বোঝাও আমায় সেই কল্পনা কেন যে সত্য নয়
জানি আমি সেই কল্পনার নেই কোনো সমাধান
তবু আমি সব বুঝেও গাই এ স্বপ্নের গান
যেখানেতে মানবতার সুখের আলো দেখি
এ মনের গভীরে থাকা এ কল্পনা
হারিয়ে যায় কোন সময় কোন অজানায়
বলো আমায় সেই পৃথিবীর নেই কেন অস্তিত্ব
বোঝাও আমায় সেই কল্পনা কেন যে সত্য নয়
আমারই স্বপ্ন আজও জেগে রয় আঁধারে শূন্য চোখে
তবু কেটে যায় এ জীবন আমারই কল্পনার ঘোরে
চেতনা আমার স্বপ্নেরই মাঝে হারিয়ে যে যায়
কল্পলোকে সৃষ্টির সীমানাতে স্বপ্ন ভেঙে যায়
এ মনের গভীরে থাকা এ কল্পনা
হারিয়ে যায় কোন সময় কোন অজানায়
বলো আমায় সেই পৃথিবীর নেই কেন অস্তিত্ব
বোঝাও আমায় সেই কল্পনা কেন যে সত্য নয়
ক্লান্ত এই আমি স্বপ্নলোকে ঘুরে ভাবি সবই কি বৃথা
সুপ্ত আশা নিয়ে তবু চলি এগিয়ে
সম্ভাবনার পথ চেয়ে আমি যাবো আজও ফিরে
বলো আমায় সেই পৃথিবীর নেই কেন অস্তিত্ব
বোঝাও আমায় সেই কল্পনা কেন যে সত্য নয়
জানি আমি সেই কল্পনার নেই কোনো সমাধান
তবু আমি সব বুঝেও গাই এ স্বপ্নের গান
Lyrics powered by www.musixmatch.com