O-Boshobash Songtext
von Nemesis
O-Boshobash Songtext
পেছনে সরে দাঁড়াও
চোখ বন্ধ করে তাকাও
দেহের মাঝে অবশ হয়ে ছায়া
শুকনো পাতারই মায়া
মোরা মিথ্যের জলে ডুবি
তাই সত্যের হাত ধরি
সেই ডাকে অন্ধ হয়ে রবে
আর আলোর পথে ভেঙে পড়ে
পড়ে থাকে রঙেরই তুলি
আঁধারকালো এক অনুভূতি
মোরা মিথ্যের জলে ডুবি
তাই সত্যের হাত ধরি
চেয়ে থাকে তারা
খোলা এক সত্যের দরজায়
ফেলে আসে যারা
তাদের অর্থহীন কবিতায়
গল্পে কী লেখা
তা মোরা জানতে পাব কি?
অন্ধেরই দৃষ্টি
দিয়ে মোরা সত্য খুঁজি
শূন্য পড়ে রয় জানালা
অবশ চোখেতে ক্লান্তিঝরা দিন
দেয়াল ঘিরে রয় দৃষ্টি আমার
তাই সত্যের হাত ধরি
চোখ বন্ধ করে তাকাও
দেহের মাঝে অবশ হয়ে ছায়া
শুকনো পাতারই মায়া
মোরা মিথ্যের জলে ডুবি
তাই সত্যের হাত ধরি
সেই ডাকে অন্ধ হয়ে রবে
আর আলোর পথে ভেঙে পড়ে
পড়ে থাকে রঙেরই তুলি
আঁধারকালো এক অনুভূতি
মোরা মিথ্যের জলে ডুবি
তাই সত্যের হাত ধরি
চেয়ে থাকে তারা
খোলা এক সত্যের দরজায়
ফেলে আসে যারা
তাদের অর্থহীন কবিতায়
গল্পে কী লেখা
তা মোরা জানতে পাব কি?
অন্ধেরই দৃষ্টি
দিয়ে মোরা সত্য খুঁজি
শূন্য পড়ে রয় জানালা
অবশ চোখেতে ক্লান্তিঝরা দিন
দেয়াল ঘিরে রয় দৃষ্টি আমার
তাই সত্যের হাত ধরি
Writer(s): Rayeen Rasul Chowdhury, Zohad Reza Chowdhury Lyrics powered by www.musixmatch.com