Kolporajjo Songtext
von Nemesis
Kolporajjo Songtext
ছূটে যায় আবার সে দিগন্তে
ফেলে যায় কোথায় আবারও কীসের ইশারায়?
যাক তবে এ শুন্যতা
ফেলে যায়
পেছনে রেখে তার অস্তিত্ব
আগামীর দিকে মুক্তপ্রাণে এগিয়ে
দেখতে কি সে পায় আজ তা এ প্রহরে?
মনকে কোথাও রেখে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথাও হারিয়ে রঙধনুর সাথে
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
কীসের খোঁজে?
শেষ তার প্রতীক্ষা
সন্ধ্যা এলে দিগন্ত মিলে
অস্থির এ রাত্রি
ফেলে যাবে আবারও কি সে তবে?
মনকে কোথাও রেখে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথাও হারিয়ে রঙধনুর সাথে
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
কীসের খোঁজে?
মনকে কোথাও বেঁধে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথাও হারিয়ে রঙধনুর সাথে
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
শেষ তার প্রতীক্ষা (কীসের খোঁজে?)
সন্ধ্যা এলে দিগন্ত মিলে (রঙধনুর সাথে)
অস্থির এ রাত্রি (কীসের খোঁজে?)
ফেলে যাবে সে
ফেলে যাবে
ফেলে যাবে সে
ফেলে যাবে
ফেলে যায় কোথায় আবারও কীসের ইশারায়?
যাক তবে এ শুন্যতা
ফেলে যায়
পেছনে রেখে তার অস্তিত্ব
আগামীর দিকে মুক্তপ্রাণে এগিয়ে
দেখতে কি সে পায় আজ তা এ প্রহরে?
মনকে কোথাও রেখে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথাও হারিয়ে রঙধনুর সাথে
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
কীসের খোঁজে?
শেষ তার প্রতীক্ষা
সন্ধ্যা এলে দিগন্ত মিলে
অস্থির এ রাত্রি
ফেলে যাবে আবারও কি সে তবে?
মনকে কোথাও রেখে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথাও হারিয়ে রঙধনুর সাথে
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
কীসের খোঁজে?
মনকে কোথাও বেঁধে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথাও হারিয়ে রঙধনুর সাথে
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
কীসের খোঁজে? (রঙধনুর সাথে)
শেষ তার প্রতীক্ষা (কীসের খোঁজে?)
সন্ধ্যা এলে দিগন্ত মিলে (রঙধনুর সাথে)
অস্থির এ রাত্রি (কীসের খোঁজে?)
ফেলে যাবে সে
ফেলে যাবে
ফেলে যাবে সে
ফেলে যাবে
Writer(s): Maher Khan, Zohad Reza Chowdhury Lyrics powered by www.musixmatch.com