Fireflies Songtext
von Mushroomer
Fireflies Songtext
ভুলের স্রোতে ভুলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুমপুরোনোর ভরি
তোমারই হতে চাওয়া
মনের গভীরে রেখে দেওয়া
স্বপ্নে তোমায় একে যাওয়া
ফেলে আশা গধুলীতে
তোমাকেই খুজে ফেরা
ভুলের স্রোতে ভুলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুমপুরোনোর ভরি
তোমারই হতে চাওয়া
মনের গভীরে রেখে দেওয়া
স্বপ্নে তোমায় একে যাওয়া
ফেলে আশা গধুলীতে
তোমাকেই খুজে ফেরা
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে।
ঘুম নেমে আশা আকাশটাকে
হয়নি ধরা ভুলের স্রোতে
হয়নি ছোয়া ওই আলো-স্বপ্নচুড়া
সুর্যঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকে ফিরে পেতে আমার অপেক্ষা
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে।
শব্দহীন বালুচরে
ফিরে এসো আমার অগোচরে
রাংগিয়ে দাও আজ
তোমার রংগে
রঙ মশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনুভুতি
ভাষাই ফেলে
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে।
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুমপুরোনোর ভরি
তোমারই হতে চাওয়া
মনের গভীরে রেখে দেওয়া
স্বপ্নে তোমায় একে যাওয়া
ফেলে আশা গধুলীতে
তোমাকেই খুজে ফেরা
ভুলের স্রোতে ভুলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুমপুরোনোর ভরি
তোমারই হতে চাওয়া
মনের গভীরে রেখে দেওয়া
স্বপ্নে তোমায় একে যাওয়া
ফেলে আশা গধুলীতে
তোমাকেই খুজে ফেরা
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে।
ঘুম নেমে আশা আকাশটাকে
হয়নি ধরা ভুলের স্রোতে
হয়নি ছোয়া ওই আলো-স্বপ্নচুড়া
সুর্যঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকে ফিরে পেতে আমার অপেক্ষা
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে।
শব্দহীন বালুচরে
ফিরে এসো আমার অগোচরে
রাংগিয়ে দাও আজ
তোমার রংগে
রঙ মশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনুভুতি
ভাষাই ফেলে
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে
চলো আজ ফিরে যাই
গোধুলীর ওপারে।
Lyrics powered by www.musixmatch.com