Bhalobasho Jaare Songtext
von Miles
Bhalobasho Jaare Songtext
খুঁজে বেড়াও যারে, তারে পাবে না রে
সেই স্বপ্নটা ঝরে যাবে
খুঁজে বেড়াও যারে, তারে পাবে না রে
সেই স্বপ্নটা ঝরে যাবে
সেই স্বপ্নটা ঝরে যাবে
বাসাটাও ভেঙে যাবে
এ খেলা খেলো না
না, না
এ খেলা খেলো না
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমের দু′চোখ ছুঁয়ে
যে যাবার, চলে যাবে
মিছেমিছি ভালোবেসো না
চলে গেলে তুমি বলে যেও না
ঠিকানা লিখে রেখো না
চলে গেলে তুমি বলে যেও না
ঠিকানাও লিখে রেখো না
ওই ভালোবাসার দেশে
কেউ ফেরে না হেসে হেসে
কথাগুলো শুধু কথা না, না
শুধুই যে কথা
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমের দু'চোখ ছুঁয়ে
যে যাবার, চলে যাবে
মিছেমিছি ভালোবেসো না
সেই স্বপ্নটা ঝরে যাবে
বাসাটাও ভেঙে যাবে
এ খেলা খেলো না
না, না
এ খেলা খেলো না
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমের দু′চোখ ছুঁয়ে
যে যাবার, চলে যাবে
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমের দু'চোখ ছুঁয়ে
যে যাবার, চলে যাবে
ভালোবাসো যারে
তারে পাবে না রে
সেই স্বপ্নটা ঝরে যাবে
খুঁজে বেড়াও যারে, তারে পাবে না রে
সেই স্বপ্নটা ঝরে যাবে
সেই স্বপ্নটা ঝরে যাবে
বাসাটাও ভেঙে যাবে
এ খেলা খেলো না
না, না
এ খেলা খেলো না
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমের দু′চোখ ছুঁয়ে
যে যাবার, চলে যাবে
মিছেমিছি ভালোবেসো না
চলে গেলে তুমি বলে যেও না
ঠিকানা লিখে রেখো না
চলে গেলে তুমি বলে যেও না
ঠিকানাও লিখে রেখো না
ওই ভালোবাসার দেশে
কেউ ফেরে না হেসে হেসে
কথাগুলো শুধু কথা না, না
শুধুই যে কথা
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমের দু'চোখ ছুঁয়ে
যে যাবার, চলে যাবে
মিছেমিছি ভালোবেসো না
সেই স্বপ্নটা ঝরে যাবে
বাসাটাও ভেঙে যাবে
এ খেলা খেলো না
না, না
এ খেলা খেলো না
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমের দু′চোখ ছুঁয়ে
যে যাবার, চলে যাবে
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমের দু'চোখ ছুঁয়ে
যে যাবার, চলে যাবে
ভালোবাসো যারে
তারে পাবে না রে
Lyrics powered by www.musixmatch.com