Hridoy Amar Songtext
von Lucky Akhand
Hridoy Amar Songtext
হৃদয় আমার সারাক্ষণ খোঁজে শুধু তোমাকে
পড়ে না কভু কি মনে কখনো আমাকে?
হৃদয় আমার সারাক্ষণ খোঁজে শুধু তোমাকে
পড়ে না কভু কি মনে কখনো আমাকে?
জোনাক জ্বলা এই রাত, ওই দূরে ভেসে আছে চাঁদ
এমন মধুর রাতে তোমাকে মন পেতে চায়
জোনাক জ্বলা এই রাত
উদাস হাওয়া কত যে গান গেয়ে যায় আনমনে
জানি না কেন যে তুমি নেই যে এই ক্ষণে
উদাস হাওয়া কত যে গান গেয়ে যায় আনমনে
জানি না কেন যে তুমি নেই যে এই ক্ষণে
জোনাক জ্বলা এই রাত, ঐ দূরে ভেসে আছে চাঁদ
এমন মধুর রাতে তোমাকে মন পেতে চায়
জোনাক জ্বলা এই রাত
হৃদয় আমার সারাক্ষণ খোঁজে শুধু তোমাকে
পড়ে না কভু কি মনে কখনো আমাকে?
হৃদয় আমার সারাক্ষণ খোঁজে শুধু তোমাকে
পড়ে না কভু কি মনে কখনো আমাকে?
জোনাক জ্বলা এই রাত, ঐ দূরে ভেসে আছে চাঁদ
এমন মধুর রাতে তোমাকে মন পেতে চায়
জোনাক জ্বলা এই রাত
পড়ে না কভু কি মনে কখনো আমাকে?
হৃদয় আমার সারাক্ষণ খোঁজে শুধু তোমাকে
পড়ে না কভু কি মনে কখনো আমাকে?
জোনাক জ্বলা এই রাত, ওই দূরে ভেসে আছে চাঁদ
এমন মধুর রাতে তোমাকে মন পেতে চায়
জোনাক জ্বলা এই রাত
উদাস হাওয়া কত যে গান গেয়ে যায় আনমনে
জানি না কেন যে তুমি নেই যে এই ক্ষণে
উদাস হাওয়া কত যে গান গেয়ে যায় আনমনে
জানি না কেন যে তুমি নেই যে এই ক্ষণে
জোনাক জ্বলা এই রাত, ঐ দূরে ভেসে আছে চাঁদ
এমন মধুর রাতে তোমাকে মন পেতে চায়
জোনাক জ্বলা এই রাত
হৃদয় আমার সারাক্ষণ খোঁজে শুধু তোমাকে
পড়ে না কভু কি মনে কখনো আমাকে?
হৃদয় আমার সারাক্ষণ খোঁজে শুধু তোমাকে
পড়ে না কভু কি মনে কখনো আমাকে?
জোনাক জ্বলা এই রাত, ঐ দূরে ভেসে আছে চাঁদ
এমন মধুর রাতে তোমাকে মন পেতে চায়
জোনাক জ্বলা এই রাত
Writer(s): Lucky Akhand Lyrics powered by www.musixmatch.com