Amay Dekona Songtext
von Lucky Akhand
Amay Dekona Songtext
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
যায় না বাঁধা আমাকে কোন পিছু-টানের মায়ায়
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
শেষ হোক এই খেলা, এবারের মতন
শেষ হোক এই খেলা, এবারের মতন
মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
যায় না বাঁধা আমাকে কোন পিছু-টানের মায়ায়
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
শেষ হোক এই খেলা, এবারের মতন
শেষ হোক এই খেলা, এবারের মতন
মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
Writer(s): Lucky Akhand Lyrics powered by www.musixmatch.com