Shomoyer Srote Songtext
von LRB
Shomoyer Srote Songtext
আসলে তো দিন এমনি করেই হারিয়ে যাবে
চিনবে না তো কেউ, জানবে না কেউ কোথায় কবে
ছিলে তুমি, ছিলেম আমি, সকাল-দুপুর সন্ধ্যা-সাঁঝে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলেই
ঘাসের সঙ্গে ফড়িংগুলো খেলবে ঠিকই
নাচবে যেন এলোমেলো সেই ছোট্ট পাখি
শ্যাওলাগুলো একটু কালো হতেও পারে
Bench-টা থাকবে অনড় ঐ lake-এর ধারে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলেই
হয়তো বা দিন এমনি করেই হারিয়ে যাবে
বুঝব না কেউ, খুঁজব না কেউ কোথায় কবে
ছিলে তুমি, ছিলেম আমি, সকাল-দুপুর সন্ধ্যা-সাঁঝে
হয়তো বা দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলেই
চেনা পথে কৃষ্ণচূড়া লাল থাকবে একই সাথে
ধ্রুবতারা আকাশ কোণে দেবে উঁকি
চায়ের প্রিয় stall-এ হয়ত জ্বলবে gas-এর শিখা আজও
কপালে বাড়বে বয়সের বলিরেখা
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলেই
আসলে তো দিন এমনি করেই হারিয়ে যাবে
চিনবে না তো কেউ, জানবে না কেউ কোথায় কবে
ছিলে তুমি, ছিলেম আমি, সকাল-দুপুর সন্ধ্যা-সাঁঝে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলেই
চিনবে না তো কেউ, জানবে না কেউ কোথায় কবে
ছিলে তুমি, ছিলেম আমি, সকাল-দুপুর সন্ধ্যা-সাঁঝে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলেই
ঘাসের সঙ্গে ফড়িংগুলো খেলবে ঠিকই
নাচবে যেন এলোমেলো সেই ছোট্ট পাখি
শ্যাওলাগুলো একটু কালো হতেও পারে
Bench-টা থাকবে অনড় ঐ lake-এর ধারে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলেই
হয়তো বা দিন এমনি করেই হারিয়ে যাবে
বুঝব না কেউ, খুঁজব না কেউ কোথায় কবে
ছিলে তুমি, ছিলেম আমি, সকাল-দুপুর সন্ধ্যা-সাঁঝে
হয়তো বা দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলেই
চেনা পথে কৃষ্ণচূড়া লাল থাকবে একই সাথে
ধ্রুবতারা আকাশ কোণে দেবে উঁকি
চায়ের প্রিয় stall-এ হয়ত জ্বলবে gas-এর শিখা আজও
কপালে বাড়বে বয়সের বলিরেখা
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলেই
আসলে তো দিন এমনি করেই হারিয়ে যাবে
চিনবে না তো কেউ, জানবে না কেউ কোথায় কবে
ছিলে তুমি, ছিলেম আমি, সকাল-দুপুর সন্ধ্যা-সাঁঝে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে
আসলেই
Writer(s): Mohammad Ayub Bachchu Lyrics powered by www.musixmatch.com