Matro Dosh Din Songtext
von LRB
Matro Dosh Din Songtext
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
মধ্যেখানের সময়গুলো
ভালোবাসার সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
মধ্যেখানের সময়গুলো
ভালোবাসার সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে
ঘণ্টা মোটে রয়েছে হাতে
২০০ এবং আরও ৪০
ঘণ্টা মোটে রয়েছে হাতে
২০০ এবং আরও ৪০
ততক্ষণ জানি একাকী থাকবে
আমাদের প্রিয় রাতের বালিশ
মধ্যেখানের সময়গুলো
ভালোবাসার সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে
দু′দিকে বসে দু'জন আমরা
অধীর হয়ে প্রহর গুনি
দু′দিকে বসে দু'জন আমরা
অধীর হয়ে প্রহর গুনি
আমার ঘড়ির হয়েছে অসুখ
আলসেমি করে বাড়াবাড়ি
মধ্যেখানের সময়গুলো
ভালোবাসার সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
মধ্যেখানের সময়গুলো
ভালোবাসার সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে
তোমার আমার দেখা হবার
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
মধ্যেখানের সময়গুলো
ভালোবাসার সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
মধ্যেখানের সময়গুলো
ভালোবাসার সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে
ঘণ্টা মোটে রয়েছে হাতে
২০০ এবং আরও ৪০
ঘণ্টা মোটে রয়েছে হাতে
২০০ এবং আরও ৪০
ততক্ষণ জানি একাকী থাকবে
আমাদের প্রিয় রাতের বালিশ
মধ্যেখানের সময়গুলো
ভালোবাসার সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে
দু′দিকে বসে দু'জন আমরা
অধীর হয়ে প্রহর গুনি
দু′দিকে বসে দু'জন আমরা
অধীর হয়ে প্রহর গুনি
আমার ঘড়ির হয়েছে অসুখ
আলসেমি করে বাড়াবাড়ি
মধ্যেখানের সময়গুলো
ভালোবাসার সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার
মধ্যেখানের সময়গুলো
ভালোবাসার সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে
Writer(s): Ayub Bachchu Lyrics powered by www.musixmatch.com