Bhranto Pothik Songtext
von LRB
Bhranto Pothik Songtext
কখনো যদি অবাধ্য ঝড় হয়ে
এলোমেলো করে দেই তোমাকে
জীর্ণ তোমার স্মৃতির মলাটে যদি
এঁকে যাই সাতরঙা আলপনা
তোমার নষ্ট বুকের ভেতর যদি
ভুল করে আসি ফিরে, আসি ফিরে, আসি কখনো
ভেবো না তুমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিকের জন্য
ভ্রান্ত পথিকের মতো
কখনো যদি অবাধ্য ঝড় হয়ে
এলোমেলো করে দেই তোমাকে
ভোরের স্বপ্নের আবির হয়ে
ঘুম ভেঙে দিয়ে যায় আনমনে
ভালোবাসার পিলসুজ জ্বেলে যদি
নিবেদনের বেদনায় মত্ত আমি
যদি ক্ষয়ে যাওয়া জানালার কপাট খুলে
চৈতালি হাওয়া ছুঁয়ে যায় কখনো
ভেবো না আমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিকের জন্য
ভ্রান্ত পথিকের মতো
ভেবো না আমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিকের জন্য
ভ্রান্ত পথিকের মতো
কখনো যদি অবাধ্য ঝড় হয়ে
এলোমেলো করে দেই তোমাকে
জীর্ণ তোমার স্মৃতির মলাটে যদি
এঁকে যাই সাতরঙা আলপনা
তোমার নষ্ট বুকের ভেতর যদি
ভুল করে আসি ফিরে, আসি ফিরে, আসি কখনো
ভেবো না তুমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিকের জন্য
ভ্রান্ত পথিকের মতো
ভেবো না তুমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিকের জন্য
ভ্রান্ত পথিকের মতো
এলোমেলো করে দেই তোমাকে
জীর্ণ তোমার স্মৃতির মলাটে যদি
এঁকে যাই সাতরঙা আলপনা
তোমার নষ্ট বুকের ভেতর যদি
ভুল করে আসি ফিরে, আসি ফিরে, আসি কখনো
ভেবো না তুমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিকের জন্য
ভ্রান্ত পথিকের মতো
কখনো যদি অবাধ্য ঝড় হয়ে
এলোমেলো করে দেই তোমাকে
ভোরের স্বপ্নের আবির হয়ে
ঘুম ভেঙে দিয়ে যায় আনমনে
ভালোবাসার পিলসুজ জ্বেলে যদি
নিবেদনের বেদনায় মত্ত আমি
যদি ক্ষয়ে যাওয়া জানালার কপাট খুলে
চৈতালি হাওয়া ছুঁয়ে যায় কখনো
ভেবো না আমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিকের জন্য
ভ্রান্ত পথিকের মতো
ভেবো না আমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিকের জন্য
ভ্রান্ত পথিকের মতো
কখনো যদি অবাধ্য ঝড় হয়ে
এলোমেলো করে দেই তোমাকে
জীর্ণ তোমার স্মৃতির মলাটে যদি
এঁকে যাই সাতরঙা আলপনা
তোমার নষ্ট বুকের ভেতর যদি
ভুল করে আসি ফিরে, আসি ফিরে, আসি কখনো
ভেবো না তুমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিকের জন্য
ভ্রান্ত পথিকের মতো
ভেবো না তুমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিকের জন্য
ভ্রান্ত পথিকের মতো
Writer(s): Mohammad Ayub Bachchu Lyrics powered by www.musixmatch.com