Room No. 17 Songtext
von Level Five
Room No. 17 Songtext
না নেই, সেখানে যাকে খুঁজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
না নেই, সেখানে যাকে খুঁজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে room number সতেরোতে
Mobile-এ মিলছেনা আর, phone-ও ধরছেনা আর
এককথা আর ভালো লাগছে না
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে room number সতেরোতে
তুমি আবার দেখো ভালো করে
সামনের hall-এর, ডানে গিয়ে, বামের অনুসন্ধানে
মিলছেনা, মিলছেনা আর দুইয়ে-দুইয়ে মিলছেনা
মিলছেনা, মিলছেনা আর দুইয়ে-দুইয়ে মিলছেনা
মিলছেনা, মিলছেনা আর যোগের সাথে মিলছেনা
মিলছেনা, মিলছেনা আর দুইয়ে-দুইয়ে মিলছেনা
(দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে)
(খুঁজে দেখতে পারো তাকে room number সতেরোতে)
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে room number সতেরোতে
না নেই, সেখানে যাকে খুঁজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
না নেই...
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
না নেই, সেখানে যাকে খুঁজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে room number সতেরোতে
Mobile-এ মিলছেনা আর, phone-ও ধরছেনা আর
এককথা আর ভালো লাগছে না
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে room number সতেরোতে
তুমি আবার দেখো ভালো করে
সামনের hall-এর, ডানে গিয়ে, বামের অনুসন্ধানে
মিলছেনা, মিলছেনা আর দুইয়ে-দুইয়ে মিলছেনা
মিলছেনা, মিলছেনা আর দুইয়ে-দুইয়ে মিলছেনা
মিলছেনা, মিলছেনা আর যোগের সাথে মিলছেনা
মিলছেনা, মিলছেনা আর দুইয়ে-দুইয়ে মিলছেনা
(দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে)
(খুঁজে দেখতে পারো তাকে room number সতেরোতে)
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে room number সতেরোতে
না নেই, সেখানে যাকে খুঁজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
না নেই...
Writer(s): Ehsan Kaizer Lyrics powered by www.musixmatch.com