Obosheshey Songtext
von Level Five
Obosheshey Songtext
দুর্বল দৃষ্টিতে ঘোলাটে স্মৃতি
পেড়িয়ে এসেছি কয়েক যুগ
একসাথে ভাবিনি এমন হতে পারে
এখন শুধুই অপেক্ষা
দুর্বল দৃষ্টিতে ঘোলাটে স্মৃতি
পেড়িয়ে এসেছি কয়েক যুগ
একসাথে ভাবিনি এমন হতে পারে
এখন শুধুই অপেক্ষা
তুমিতো গিয়েছ চলে
না ফেরার পথে আর
আমি থাকি নিজ দেয়ালে
হয়তো অপেক্ষায়
তুমিতো গিয়েছ চলে
না ফেরার পথে আর
আমি থাকি নিজ দেয়ালে
হয়তো অপেক্ষায়
হয়তো অপেক্ষায়
হয়তো আবার হবে দেখা অবশেষে
হয়তো আবার হবে দেখা অবশেষে
হয়তো আবার হবে দেখা অবশেষে
পেড়িয়ে এসেছি কয়েক যুগ
একসাথে ভাবিনি এমন হতে পারে
এখন শুধুই অপেক্ষা
দুর্বল দৃষ্টিতে ঘোলাটে স্মৃতি
পেড়িয়ে এসেছি কয়েক যুগ
একসাথে ভাবিনি এমন হতে পারে
এখন শুধুই অপেক্ষা
তুমিতো গিয়েছ চলে
না ফেরার পথে আর
আমি থাকি নিজ দেয়ালে
হয়তো অপেক্ষায়
তুমিতো গিয়েছ চলে
না ফেরার পথে আর
আমি থাকি নিজ দেয়ালে
হয়তো অপেক্ষায়
হয়তো অপেক্ষায়
হয়তো আবার হবে দেখা অবশেষে
হয়তো আবার হবে দেখা অবশেষে
হয়তো আবার হবে দেখা অবশেষে
Writer(s): Ehsan Kaizer Lyrics powered by www.musixmatch.com