Gholate Megh Songtext
von Level Five
Gholate Megh Songtext
ঘোলাটে মেঘ, কাঁচের গ্লাস
শীতের সকাল, শালিকের ডাক
মুখে হাসি, চোখে জল
রাতের গান কে শোনাবে বল?
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে আমার সকালটা ভাসে
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে সকালটা ভাসে
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
তোমার-আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
তোমার-আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
শীতের সকাল, শালিকের ডাক
মুখে হাসি, চোখে জল
রাতের গান কে শোনাবে বল?
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে আমার সকালটা ভাসে
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে সকালটা ভাসে
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
তোমার-আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
তোমার-আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
Writer(s): Aiedid Rashid Lyrics powered by www.musixmatch.com