BEEP Songtext
von Level Five
BEEP Songtext
দেখো আমায়
আজ আমি অন্য
অস্বাভাবিক আমার কর্ম
বদলে গেছি
চিনতে পারো না
বুঝিয়ে কি হবে?
তবে থাক, থাক না!
নেই প্রয়োজন নতুন শুরুর
থাকনা এমনই ভাঙ্গা কাচের মতো
তোমার চিন্তাগুলো
চির নিদ্রায় তবে কি বলবো আজ
ভুল বুঝো না
বদলে গেছি
চিনতে পারো না
বুঝিয়ে কি হবে?
তবে থাক, থাক না!
আজ আমি অন্য
অস্বাভাবিক আমার কর্ম
বদলে গেছি
চিনতে পারো না
বুঝিয়ে কি হবে?
তবে থাক, থাক না!
নেই প্রয়োজন নতুন শুরুর
থাকনা এমনই ভাঙ্গা কাচের মতো
তোমার চিন্তাগুলো
চির নিদ্রায় তবে কি বলবো আজ
ভুল বুঝো না
বদলে গেছি
চিনতে পারো না
বুঝিয়ে কি হবে?
তবে থাক, থাক না!
Writer(s): Ehsan Kaizer Lyrics powered by www.musixmatch.com