Alshemi Songtext
von Level Five
Alshemi Songtext
কখনো কি ভেবে দেখেছো
কেন আকাশ নীল?
কখনো কি ভেবে দেখেছো
কেন ঘাস ফড়িং
উড়ে বেড়ায় চিন্তাহীন?
রাতের ভীত তারারা
লুকিয়ে পরে নিদ্রাহীন?
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
কখনো কি তুমি
দেখেছো রঙিন স্বপ্নের নীল?
দেখেছো কি মেঘের মাঝে
লুকিয়ে থাকে আকাশ নীল?
তোমার আমার না বলা
কথার মাঝে এক অবুঝ মিল
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
কেন আকাশ নীল?
কখনো কি ভেবে দেখেছো
কেন ঘাস ফড়িং
উড়ে বেড়ায় চিন্তাহীন?
রাতের ভীত তারারা
লুকিয়ে পরে নিদ্রাহীন?
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
কখনো কি তুমি
দেখেছো রঙিন স্বপ্নের নীল?
দেখেছো কি মেঘের মাঝে
লুকিয়ে থাকে আকাশ নীল?
তোমার আমার না বলা
কথার মাঝে এক অবুঝ মিল
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
Writer(s): Ehsan Kaizer Lyrics powered by www.musixmatch.com